বৃহস্পতিবার, জানুয়ারি 2, 2025
বৃহস্পতিবার, জানুয়ারি 2, 2025

HomeFact Checkহাফেজ শিহাবুল্লাহর ক্রোয়েশিয়ায় কুরআন তিলাওয়াতে তৃতীয় হওয়ার খবরটি পুরোনো

হাফেজ শিহাবুল্লাহর ক্রোয়েশিয়ায় কুরআন তিলাওয়াতে তৃতীয় হওয়ার খবরটি পুরোনো

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে “মাত্র নয় বছর বয়সে বিশ্ব জয়। ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় ২৫-তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৪৩টি দেশকে পিছনে ফেলে ৩য় স্থান অধিকার করেছে বাংলাদেশের শিশু হাফেজ মুহাম্মাদ শিহাবুল্লাহ” ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

শিহাবুল্লাহ

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি বিভ্রান্তিকর। 

Fact-Check/Verification

“হাফেজ শিহাবুল্লাহ” কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর অনলাইন সংবাদমাধ্যম Jogonews24 এর ওয়েবসাইটে “বাংলাদেশি ক্ষুদে হাফেজ শিহাবুল্লাহর ইউরোপ জয়” শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, “কুরআনের ছোট্ট পাখি ৯ বছরের শিশু হাফেজ শিহাবুল্লাহ। ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করে ইউরোপ জয় করেছেন। ফুটবলে জনপ্রিয় দেশটি প্রতিবছরই পবিত্র কুরআনের আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে। এবার ছিল প্রতিযোগিতার ২৫তম আসর। এ আসরে বিশ্বের ৪৩টি দেশের প্রতিযোগি অংশগ্রহণ করে।”

Read More: রুমিন ফারহানার ১৪৪ ধারা ভেঙ্গে সমাবেশে যাওয়ার ভিডিওটি পুরোনো

পরবর্তীতে, ইউটিউবে প্রতিযোগিতাটির চ্যানেল ‘Qur’an Competition Zagreb Croatia’ এ ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর “25th International Qur’an Competition Zagreb Croatia” শিরোনামে সরাসরি সম্প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Conclusion

২০১৮ সালে ক্রোয়েশিয়ার ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করে বাংলাদেশের মোহাম্মদ শিহাবুল্লাহর এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

Result: Misleading

Our Sources


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular