বুধবার, সেপ্টেম্বর 11, 2024
বুধবার, সেপ্টেম্বর 11, 2024

HomeFact CheckFact Check: ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ২১০০ টাকার উপহার দিচ্ছে না বিকাশ

Fact Check: ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ২১০০ টাকার উপহার দিচ্ছে না বিকাশ

২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে উপহার হিসেবে বিকাশ দিচ্ছে ২১০০ টাকা-সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বেশ কিছু পেজ ও আইডিতে এরকমই ১টি দাবি ঘুরে বেড়াচ্ছে কয়েকদিন যাবত। পোস্টটি দেখুন এখানে, এখানেএখানে

বিকাশ লিঃ বাংলাদেশের প্রধানতম সর্বাধিক জনপ্রিয় মোবাইল ভিত্তিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান। এটি Bangladesh Rural Advancement Committee (BRAC)-এর একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক এর অধীনে পরিচালিত হচ্ছে। 

২১০০ টাকা পাওয়া যাবে এমন দাবী করা ওয়েবসাইট এর স্ক্রিনশট
কার্টেসিঃ দাবীকৃত ওয়্যেবসাই
২১শে ফেব্রুয়ারি ২১০০ টাকা পাওয়া যাবে এমন দাবি করা ওয়েবসাইট এর স্ক্রিনশট
কার্টেসিঃ সংশ্লিষ্ট ওয়েবসাইট
২১০০ টাকা দিচ্ছে এমন দাবি করে লিখা একটি পেজের স্ক্রিনশট
কার্টেসিঃ ফেসবুক পেজ/ বিসমিল্লাহ টেলিকম

 

একই দাবি করে লিখা একজন ব্যবহারকারীর পোস্টের স্ক্রিনশট
কার্টেসিঃ ফেসবুক/ M R Fahim

বিভিন্ন ব্যবহারকারীর আইডি ও পেইজ থেকে এই মর্মে বহু সংখ্যক পোস্ট দেয়া হচ্ছে। 

Fact Check

নিউজচেকার-বাংলাদেশ, ফ্যাক্ট চেক করে দেখেছে যে সোশ্যাল মিডিয়াতে ঘুরতে থাকা এই পোস্টগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। বিকাশ লিমিটেড এর সার্ভিস সেন্টারে কথা বলে জানা গেছে যে, ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে তারা কখনোই এই সংশ্লিষ্ট কোন অফার ক্যাম্পেইন করে নি এবং করছে না। 

বিকাশের অফিসিয়াল সাইট এর ‘লাইভ চ্যাট’- ফিচারটির সাহায্যে প্রতিষ্ঠানের একজন প্রতিনিধিকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাদের কখনোই এমন কোন অফার ছিলো না এবং এখনো নেই। বেশকিছু অসাধু চক্র প্রায়ই বিকাশ লিঃ এর নাম ব্যবহার করে নানা অপপ্রচার চালিয়ে থাকে।

তিনি আরও জানান বিকাশ কখনোই ব্যবহারকারীর একাউন্ট নং ও পিন নাম্বার জানতে চাইবে না। বিকাশের নামে কেউ এই সংশ্লিষ্ট তথ্য জানতে চাইলে কোন তা এড়িয়ে যেতে হবে। 

লাইভ চ্যাটের স্ক্রিনশট দেখুন নিচেঃ

বিকাশ হেল্প সেন্টারে লাইভ চ্যাট ফিচারে ভুয়া দাবি নিয়ে চ্যাটের স্ক্রিনশট
কার্টেসিঃ বিকাশ সার্ভিস সেন্টার
বিকাশ
মিথ্যা দাবীর বিষয়ে লাইভ চ্যাট এ ব্যাখ্যার স্ক্রিনশট
কার্টেসিঃ বিকাশ সার্ভিস সেন্টার

উক্ত পোস্টগুলোতে প্রাথমিকভাবে ‘বিকাশ ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ২১০০ টাকা অফার দিচ্ছে’ দাবি করে ভিন্ন ভিন্ন কিছু ওয়েবসাইট লিংক দিয়ে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে বলা হয়ে থাকে। ওয়েবসাইট গুলোর লিংক দেখুন এখানেএখানে। 

পাশাপাশি তারা এই অফার জন্য কিছু শর্তও দিয়ে থাকেঃ

  • ১৮ বছরের উপর হতে হবে বয়স।
  • নিয়মিত বিকাশ ব্যবহারকারী করতে হবে
  • একটি একাউন্ট থেকে সর্বোচ্চ একবারই অফারটি গ্রহণ করা যাবে।

এছাড়াও বলা হয়ে থাকে নির্দিষ্ট ফর্মটি পুরণের ৫ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট ব্যবহারকারীর একাউন্টে ২১০০ টাকা চলে যাবে। এই টাকা উত্তলোন করতে কোন ক্যাশ আউট চার্জ দিতে হবে না। 

অনুসন্ধান করতে গিয়ে বিকাশ লিঃ সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পাশাপাশি বিকাশ লিঃ নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook-এর অফিসিয়াল পেজেও এমন কোন অফার ক্যাম্পেইন দেখা যায় নি। 

Conclusion

সুতরাং, ২১শে ফেব্রুয়ারিতে উপহার হিসেবে বিকাশের ২১০০ টাকা অফার দেয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটি অসাধু চক্রের ভুয়া একটি পোস্ট। 

Result: False

Our Sources

Live chat with bKash Limited
bKash Facebook Page
bKash website


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular