শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact CheckViralনা, এই মাশরুমটি কথা বলতে পারে না

না, এই মাশরুমটি কথা বলতে পারে না

সম্প্রতি টিকটিকে ভাইরাল একটি ভিডিওতে দাবি করা হয়, অস্তিত্ব রয়েছে কথা বলতে পারে এমন উদ্ভিদের।

আত্নকথনমূলক এই ভিডিওটিতে, একটি দুঃখী মাশরুম তার জীবনের গল্প বলে। দাবি করে, এই মাশরুমটি আগে মানুষ ছিলো। সকলের নিষেধ অবগ্যা করে, একটি রহস্যময় উদ্ভিদকে নিজ হাতে তুলে নেয় ঐ ব্যক্তি, এবং তার হাত সবুজ হয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারেন যে, তিনি আর মানুষ না, তিনি একজন ছত্রাকজাতীয় উদ্ভিদে রূপান্তরিত হয়েছেন।

The screenshot was taken from Tiktok
The screenshot was taken from Tiktok

এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় সাড়ে ছয় মিলিয়নবার, কমেন্ট রয়েছে প্রায় ১১ হাজারের কাছাকাছি। এছাড়াও, ভিডিওটি পছন্দ করেছে ৩৭৬ হাজার টিকটক ব্যবহারকারি। ইংরেজি ভাষায় তৈরি এই ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় আড়াই হাজারবার।

Fact Check/ Verification:

টিকটিক ভিডিওর কীফ্রেম অনুসন্ধানে আমেরিকান ই-কমার্স কোম্পানি etsy.com-এ হাতে তৈরি একটি মাশরুমের বিজ্ঞাপন দেখতে পাই। মাশরুমটির দুঃখী চেহারা সম্পূর্ণ মিলে যায় টিকটকে ‌কথা বলতে পারে – এমন দাবি করা মাশরুমের ছবির সাথে।

Screenshot from etsy.com

শিল্পকর্মটি তৈরি করেছেন এলিসাবেটা ভিসেন্টিনি (Elisabetta Visentini), যার etsy.com-এ My Magic Ookland নামে একটি অনলাইনে হস্তশিল্পের ব্যবসা রয়েছে। এবং, এই অনলাইন শপিংসাইটেই এলিসাবেটা ভিসেন্টিনি মাশরুমের এই ভাস্কর্যটি বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দেন। যার মূল্য ১৫৪.২৪ ইউএস ডলার। যদিও পণ্যটি এখন আর মজুদ নেই।

Screenshot from etsy.com

Read More: এটি পলিমারের তৈরি গরিলার পুতুল, মানব শিশু নয়

কীফ্রেম অনুসন্ধানে রহস্যময় সেই উদ্ভিদেরও সন্থান মেলে, যার নাম টিলান্ডসিয়া বুলবোসা এয়ারপ্ল্যান্ট (tillandsia bulbosa airplant) বা টেরারিয়াম প্ল্যান্ট হিসেবেও পরিচিত। এবং এই উদ্ভিদের সংস্পর্শে মানুষ উদ্ভিদে পরিণত হয় – তার কোনও সত্যতা পাওয়া যায়নি। ঘরের সৌন্দর্য বাড়াতে টেরারিয়াম প্ল্যান্ট ব্যবহার করা হয়।

Courtasy: www.terrariumtribe.com

Conclusion:

ভাস্করের তৈরি মাশরুমের ভাস্কর্য – কথা বলতে পারে এমন উদ্ভিদ হিসেবে মিথ্যা দাবি টিকটকে ভাইরাল, এবং মানুষ থেকে উদ্ভিদে রূপান্তরিত হওয়ার দাবিটিও অপ্রাসঙ্গিক।

Result: Satire

Our Sources:

Tiktok: https://www.tiktok.com/@toxicknight4us/video/7084283279964212523

Terrariumtribe: https://terrariumtribe.com/terrarium-plants/tillandsia-bulbosa-bulbous-air-plant/

etsy.com:
https://www.etsy.com/listing/451198286/space-onion-tillandsia-bulbosa-belize
https://i.etsystatic.com/13744850/r/il/de7946/2468407013/il_794xN.2468407013_6srh.jpg
https://www.etsy.com/listing/841302295/sad-mushroom-sculpture-of-the-magical?show_sold_out_detail=1&ref=nla_listing_details


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular