মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024

HomeNational Election 2024Fact check: তফসিল বাতিল চেয়ে ১৪১ সেনা সদস্যের বিবৃতি দাবিটি সত্য নয়

Fact check: তফসিল বাতিল চেয়ে ১৪১ সেনা সদস্যের বিবৃতি দাবিটি সত্য নয়

Claim- তফসিল বাতিল চেয়ে ১৪৪ সেনা সদস্যের বিবৃতি প্রদান
Fact- প্রকৃতপক্ষে তফসিল বাতিল চেয়ে সাবেক সরকারি কর্মকর্তাদের ১৪৪ জন একটি বিবৃতি দিয়েছে

‘তফসিল বাতিল চেয়ে ১৪১/১৪৪ সেনা সদস্যের বিবৃতি প্রকাশ’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে একটি দাবি ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো দেখুন এখানে- টিকটক, টিকটক,ফেসবুক, ফেসবুক। পোস্টগুলোতে বলা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল চেয়ে ১৪৪ জন সেনাসদস্য একটি বিবৃতি দিয়েছে। স্ক্রিনশট দেখুন এখানে-

তফসিল বাতিল চেয়ে সেনাসদস্যরা বিবৃতি দিয়েছে দাবিতে ভাইরাল পোস্ট-এর স্ক্রিনশট
কার্টেসিঃ টিকটক

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে তফসিল বাতিল ঘোষণার দাবিতে বিবৃতি সংক্রান্ত একাধিক প্রতিবেদন বিভিন্ন মিডিয়া আউটলেটে পাওয়া যায়। তবে প্রতিবেদন থেকে জানা যায় তফসিল বাতিলের ঘোষণা চেয়ে ১৪১ সেনাসদস্য নয় বরং অবসরপ্রাপ্ত ১৪১ জন সাবেক সরকারি কর্মকর্তারা একটি বিবৃতি দেন। প্রতিবেদন দেখুন এখানে- দ্যা ডেইলি স্টার, বণিক বার্তাজাগোনিউজ২৪। 

প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২শে নভেম্বর (বুধবার) ১৪১ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন। এই যৌথ বিবৃতিতে দেশের জনগণ ও আন্তর্জাতিক অঙ্গনের দাবি উপেক্ষা করে আওয়ামী লীগের ইচ্ছানুযায়ী একতরফা তফসিল ঘোষণা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন তারা।  বিবৃতিতে কর্মকর্তারা বিরোধী নেতাকর্মীদের মুক্তির আহ্বান জানান। 

ভাইরাল ভিডিওগুলোতে এই বিবৃতি নিয়ে মিডিয়ায় প্রচারিত সংবাদের ক্লিপ ব্যবহার করে পেছনে সেনা সদস্যের ছব ই ব্যবহার করা হয়েছে। যেখানে অডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে সংবাদ পাঠিকা ১৪১ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার কথা বলছেন। অপর এক ভিডিওতে সম্প্রতি হয়ে অনুষ্ঠিত হওয়া আর্মড ফোর্সেস ডে উপলক্ষে মুক্তবাকের এক অনুষ্ঠানে তিন বাহিনীর সদস্যদের নিয়ে চ্যনেল২৪ এর মুক্তবাক-এর আলোচনা অনুষ্ঠানের একটি ফুটেজ ব্যবহার করেছে। তবে কোন ভাইরাল ভিডিওতেই কোন সেনা সদস্যকে তফসিল বাতিল নিয়ে আলোচনা করতে দেখা যায় নি। ভাইরাল ভিডিওতে ব্যবহৃত সংবাদ পাঠিকার মুল প্রতিবেদন দেখুন এখানে- এনটিভি। মুক্তবাক এর টক-শো দেখুন এখানে- চ্যানেল২৪। 

Conclusion

সুতরাং, ১৪১ সেনা সদস্যের নির্বাচনী তফসিল বাতিলের ঘোষণা দাবিতে বিবৃতি দেয়ার দাবিটি সত্য নয়। 

Result: False 

Our Sources:
 এনটিভি,  চ্যানেল২৪, দ্যা ডেইলি স্টার, বণিক বার্তাজাগোনিউজ২৪.


 সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular