শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact CheckFact check: মার্ক জাকারবার্গ এর প্যারোডি একাউন্টের পোস্টকে প্রকৃত পোস্ট ভেবে প্রচার  

Fact check: মার্ক জাকারবার্গ এর প্যারোডি একাউন্টের পোস্টকে প্রকৃত পোস্ট ভেবে প্রচার  

Claim- ফেসবুক ডাউন হওয়ায় মার্ক জাকারবার্গ ব্যবহারকারীদের চিল করতে বলেছেন 
Fact- পোস্টটি জাকারবার্গ নামের একটি প্যারোডি একাউন্ট থেকে করা হয়েছে। 

‘মার্ক জাকারবার্গ ব্যবহারকারীদের চিল করতে বলেছেন’ দাবিতে সম্প্রতি গণ মাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি খবর ছড়িয়ে পড়ে। পোস্টগুলো দেখুন এখানে-টিকটক, টিকটক, টিকটক, টিকটক, ফেসবুক, ফেসবুক, ফেসবুক। 

বিভিন্ন গণ মাধ্যমেও এই খবর সমানভাবে ছড়িয়ে পড়ে। দেখুন এখানে, এখানে এখানে। 

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 


Fact check/Verification

অনুসন্ধানে জানা যায় গণমাধ্যমগুলোতে মার্ক জাকারবার্গের যে এক্স(সাবেক টুইটার) হ্যান্ডেলকে সূত্র ধরে তার একটি পোস্টকে কেন্দ্র করে খবর প্রকাশিত করে তা মেটাভার্স এর কর্ণধার মার্ক জাকারবার্গ এর প্রকৃত ভেরিফায়েড এক্স- হ্যান্ডেল নয়। বরং তার নামে ব্যবহৃত হওয়া একটি প্যারোডি(ব্যাঙ্গাত্মক) ইউজার হ্যান্ডেল। অর্থাৎ, মার্ক জাকারবার্গ এর নাম ব্যবহার করে সেখানে ব্যঙ্গাত্মক পোস্ট ও মিডিয়া শেয়ার করা হয়। জাকারবার্গ এর সেই প্যারোডি একাউন্টটির পাশেই প্যারোডি কথাটি লেখা আছে। উল্লেখ্য, এই প্যারোডি এক্স-হ্যান্ডেলটিও একটি ভেরিফায়েড ইউজার হ্যান্ডেল। 

গত ৫ই মার্চ বিশ্বব্যাপী মেটার অধীনস্থ সকল এ্যাপ্সগুলোতে ব্যবহারকারীরা প্রবেশ করতে বাধার সম্মুখীন হয়। ঘন্টাখানেক এই সমস্যা বিদ্যমান থাকার পর তা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তবে এর পূর্বেই দুনিয়া জুড়ে মেটাভার্স এর ব্যবহারকারীদের মধ্যে বিষয়টি নিয়ে নানা মত-অভিমত ছড়িয়ে পড়ে। এই সমস্যা চলাকালীন সময়ের মাঝেই সেই প্যারোডি একাউন্টটি থেকে একটি পোস্ট করা হয়। পোস্টটিতে লেখা হয়, ‘Chill guys. Wait few minutes everything will be solved.’ আর এই পোস্টকেই মার্ক জাকারবার্গ এর প্রকৃত এক্স-হ্যান্ডেল ভেবে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিষয়টি ছড়িয়ে পড়ে। 

বিপরীতে মার্ক জাকারবার্গ মুল এক্স-হ্যান্ডেলের সন্ধান করতে গিয়ে একটি এক্স হ্যান্ডেল এর হদিস পাওয়া যায়। সেখানে গত বছর অর্থাৎ, ৬ জুলাই, ২০২৩ এর পর আর কোন পোস্ট করা হয় নি। এমনকি এই পোস্ট ও তার ঠিক পুর্ববর্তী পোস্টের মাঝেও ১১ বছরের পার্থক্য রয়েছে। 

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিখ্যাত ও উল্লেখযোগ্য ব্যাক্তিদের প্যারোডি বা ফ্যান পেইজের বিষয়টি নতুন নয়। এমন কিছু সোশ্যাল মিডিয়া একাউন্ট দেখুন এখানে-  @BoredElonMusk — Bored Elon Musk, Taylor Swift@feministtswift, @iVladimirPutiin 

পরবর্তীতে মেটার যোগাযোগ বিভাগের প্রধান Andy Stone এক্স-হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন যে বিষয়টি সমাধান করা হয়েছে। মুলত টেকনিকাল ত্রুটির কারণে এই সমস্যাটির উদ্ভব হয়। 

এর আগে ২০২১ সালেও একবার ফেসবুক ব্যবহারকারীদের নাগালের বাইরে চলে যায় যা প্রায় ৬ ঘন্টা স্থায়ী হয়েছিলো। 

অতএব, মার্ক জাকারবার্গ এর যে পোস্টকে কেন্দ্র করে তার বক্তব্যকে মুল খবর হিসেবে প্রচার করা হচ্ছিলো তা মুলত তার নামে ব্যবহৃত একটি প্যারোডি এক্স-হ্যান্ডেল। 

Conclusion: 

গত ৫ই মার্চ এ ফেসবুক ডাউন হয়ে যাওয়ার পর ব্যবহারকারীদের চিল করতে বলা পোস্টটি মার্ক জাকারবার্গ এর প্যারোডি একাউন্ট থেকে করা হয়, প্রকৃত এক্স-হ্যান্ডেল থেকে নয়। 

Result: False

Our Sources: 
মার্ক জাকারবার্গ প্যারোডি একাউন্ট
মার্ক জাকারবার্গ মুল এক্স-হ্যান্ডেলেরমেটার যোগাযোগ বিভাগের প্রধান Andy Stone


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular