Claim- ‘জিয়াউর রহমানের জানাযায় মানুষের ঢল’
Fact- ‘ছবিটি জিয়াউর রহমানের জানাযার নয়, বরং শহীদ সোহরাওয়ার্দীর।’
‘জিয়াউর রহমান এর বিশাল জানাযার ছবি’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিগুলো দেখুন এখানে- টিকটক, ফেসবুক, ফেসবুক ও ফেসবুক। পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে-
নিউজচেকার-বাংলাদেশ দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা।
Fact check/Verification
গুগল রিভার্স ইমেজ ও কি-ওয়ার্ড সার্চ করে বেশ কয়েক জায়গায় ভাইরাল হওয়া ইমেজটির সন্ধান পাওয়া যায়। বেশ কিছু অনুসন্ধান এর পর নিশ্চিত হওয়া যায় যে এটি রেসকর্স ময়দান, ঢাকার একটি গণ জমায়েত এর ছবি। তবে অধিকাংশ ক্ষেত্রেই ছবির কোন বর্ণনা পাওয়া যায় নি। পরবর্তীতে একজন সংগ্রাহকের ব্যক্তিগত আর্কাইভ এ থাকা ‘দ্যা মর্নিং নিউজ’ নামক এক পত্রিকার ৯ই ডিসেম্বর,১৯৬৩’র সংস্করণের একটি পাতায় এই ছবিটি পাওয়া যায় যার সাথে ভাইরাল ছবির কিছু সাদৃশ্য দেখা যায়। জানা যায় উক্ত ছবিটি হোসেন শহীদ সোহরাওয়ার্দী এর নামাজ-এ-জানাজাহ’র। আর্কাইভে থাকা ছবিটি দেখুন এখানে-
পাতাটির উপরে থাকা ছবিটির ক্যাপশনে লিখা আছে, The Namaj-e-Janajah at Race course’ আর ঠিক নিচেই ‘Suhrawardy Laid to Rest’ শিরোনামে একটি সংবাদ পাওয়া যায়। আবার নিচে একটি ব্যাংকের বিজ্ঞাপন লক্ষ্য করলে তারিখ সম্পর্কেও স্পষ্ট ধারণা পাওয়া যায়।
ছবি দুটিকে পাশাপাশি তুলনা করলে বেশ কিছু মিল পাওয়া যায়। নিচে লক্ষ্য করুন-
তাছাড়াও জিয়াউর রহমান এর জানাজা রেসকোর্স ময়দানে সংঘটিত হয় নি। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামের সার্কিট হাউজে তাকে হত্যা করা হয়। পরে সেখানেই পাহাড়ে তাকে কবর দেয়া হয়। তবে জুন মাসের ১ তারিখে তার মৃতদেহ শনাক্ত করে ঢাকা পাঠানো হয়। ঢাকায় মানিক মিয়া এভিনিউতে তার জানাজা হয়। পরবর্তীতে তার মৃতদেহ জাতীয় সংসদের নর্থ প্লাজায় দাফন করা হয়। একটি প্রতিবেদন পড়ুন- নিউজবাংলা২৪ ও বিবিসি।
বিবিসি’র এক প্রতিবেদনে জিয়াউর রহমান এর দাফনের একটি দৃশ্য।
Conclusion
সুতরাং, ভাইরাল হওয়া ছবিটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার নয়, বরং শহীদ সোহরাওয়ার্দী এর।
Result: False
Our Sources
নিউজবাংলা২৪ ও বিবিসি
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।