Claim
দেখুন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ।
Fact
ভিডিওর ব্যক্তিটি ইয়াও মিং যার উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি এবং বিশ্বের সবচেয়ে জীবিত লম্বা মানুষ সুলতান কোসেন যার উচ্চতা ৮ ফুট ২.৮ ইঞ্চি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে ইনি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ। প্রচারিত ভিডিওটি দেখুন এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা নিশ্চিত করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইউটিউবে প্রকাশিত একটি শর্টস ভিডিও পাওয়া যায় যেখানে ক্যাপশনে ব্যক্তিটির নাম ইয়াও মিং নাম উল্লেখ ছিলো। ইয়াও মিং সম্পর্কে অনুসন্ধান করে জানা যায় তিনি একজন সাবেক চাইনীজ বাস্কেটবল প্লেয়ার যার উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি।
পরবর্তীতে, বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষের অনুসন্ধানে জানা যায় তুরস্কের সুলতান কোসেন বর্তমানে এই রেকর্ডটি ধরে আছেন। সুলতান কোসেনের উচ্চতা ৮ ফুট ২.৮ ইঞ্চি বা ২৫১ সেন্টিমিটার।
Conclusion
চাইনীজ সাবেক বাস্কেটবল খেলোয়ার ইয়াও মিং (উচ্চতাঃ ৭ ফুট ৬ ইঞ্চি) কে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
WindyInSingapore YouTube channel
Yao Ming on Brittanica
Tallest man living | Guinness World Records
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।