Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি বিনোদনমূলক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে, একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়, সবচেয়ে বড় বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী।
ভিডিওটি ৩৩১.৪ হাজার লাইক, এবং অন্যান্য মাধ্যমে প্রায় আড়াই হাজারবার শেয়ার করা হয়েছে।
গুগলে বাংলা কী-ওয়ার্ড “সবচেয়ে বড় বাহিনী” এবং ইংরেজীতে “largest army” অনুসন্ধানে জানতে পারি, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) এর তথ্য অনুযায়ী বাংলাদেশ প্যারামিলিটারি র্যাংকিং-এ প্রথম স্থান অর্জন করে।
প্যারামিলিটারি অর্থ আধা-সামরিক বাহিনী বা এমন সব সংগঠন যারা আধা-সামরিক সংস্থা যা একটি দেশের যুদ্ধের ক্ষমতাকে শক্তিশালী করতে পারে। একটি দেশের সামগ্রিক সামরিক শক্তিকে আরও পরিমার্জিত করতে চূড়ান্ত গ্লোবাল ফায়ারপাওয়ার র্যাঙ্কিং-এ এই সূচকটি ব্যবহার করা হয়।
একটি দেশের পাওয়ার ইনডেক্স স্কোর নির্ধারণ করতে ৫০ টিরও বেশি স্বতন্ত্র সূচক ব্যবহার করে, যার মধ্যে বিদ্যমান সামরিক শক্তি থেকে আধাসামরিক শক্তি এবং আর্থিক থেকে লজিস্টিক্যাল সক্ষমতা।
গবেষণা সংস্থাটির তথ্য অনুযায়ী সব মিলিয়ে ২০২২ সালে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ৪৬তম। বিশ্বের ১৪২টি দেশের সামরিক ক্ষমতা বিশ্লষণের মাধ্যমে ‘২০২২: মিলিটারি স্ট্রেন্থ র্যাঙ্কিং’ প্রকাশিত হয় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে।
Read More: ভাইরাল ভিডিওটি মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত হওয়ার নয়
এই র্যাঙ্কিং-এ সামরিক শক্তিতে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রাশিয়া, তৃতীয় চায়না, চতুর্থ ভারত, এবং পঞ্চম জাপান।
অন্যদিকে, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ নামে একটি পিয়ার রিভিও জার্নালের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ সংখ্যক সক্রিয় সামরিক কর্মী রয়েছে চায়নাতে।
বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে বড় বাহিনী এই দাবিটি মিথ্যা।
Our Sources
Paramilitary Force Strength by Country (2022)
2022 Military Strength Ranking
Military Size by Country 2022
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।