বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: ইউসেফ শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্রে নিয়োগের দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি...

Fact Check: ইউসেফ শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্রে নিয়োগের দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া

Claim
ইউসেফ শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্রে নিয়োগ 
Fact
দাবিটি মিথ্যা। ইউসেফ শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্র নিয়োগ সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইউসেফ শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্র নামক একটি এনজিওর সংস্থায় এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। উক্ত পোস্টটি হুবুহু তুলে ধরা হলো “দারিদ্র ও প্রান্তিক মানুষের জীবন-মান উন্নয়নে ইউরোপিয় ইউনিয়ন কর্তৃক পরিচালিত ১০ বছর মেয়াদী প্রকল্প ও SEARB  এবং IUHPE এর অর্থায়নে আর্থ সামাজিক উন্নয়নে শহর ও গ্রাম পর্যায়ে টিকাদান কর্মসূচী, চর জীবিকা উন্নয়ন প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ফ্যামেলি প্লানিং, পরিবার পরিকল্পনা, মা ও শিশু কার্যক্রম ও শিশু শিক্ষা প্রকল্প, প্রতিবন্ধী পূনর্বাসন প্রকল্প ও পুষ্টি প্রকল্প পরিচালনা করার লক্ষ্যে কিছু সংখ্যক পুরুষ/মহিলা নিয়োগ করা হবে।  

নিয়মাবলীঃ ১) আগ্রহী প্রার্থীদের পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, জীবন বৃত্তান্তের সাথে ছবি ও মোবাইল নাম্বার সহ  শুধুমাত্র উল্লেখিত এই [email protected] ই-মেইলে দরখাস্ত পাঠাতে হবে। ২) বিনা খরচে আবাসন, বছরে ২টি উৎসব ভাতা, পরিচ্ছন্নতা ভাতা, উৎসাহ ভাতা, অব্যহত ছুটির ভাতা, স্বাস্থ্য বীমা সহ এককালীন ভাতা, ল্যাপটপ, মটরসাইকেল ও মোবাইল প্রদান করা হবে। উপজাতি প্রার্থীদের

অগ্রাধীকার দেয়া হবে। ছাত্র/ছাত্রীদের পার্টটাইম/ফুলটাইম কাজ করার সুযোগ দেয়া হবে। লিখিত পরীক্ষা, প্রশিক্ষন ও কর্মস্থল নিজ এলাকার মধ্যে রাখা হবে। মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ৭দিন ব্যপি আবাসিক/অনাবাসিক প্রশিক্ষনের ক্ষেত্রে প্রার্থীদের যাতায়াত ভাতা ও টিএডিএ প্রদান করা হবে। নিয়োগপ্রাপ্তদের কর্ম এলাকায় আবাসিক থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।

আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, জীবন বৃত্তান্তের সাথে ছবি ও মোবাইল নাম্বার সহ  শুধুমাত্র উল্লেখিত এই [email protected] ই-মেইলে দরখাস্ত পাঠাতে হবে।” 

ইউসেফ

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে শুরুতে আমরা এনজিওর নাম “ইউসেফ শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্র” লিখে একাধিক কিওয়ার্ড সার্চ অনুসন্ধান করি এবং এনজিও সংক্রান্ত কোনো সংবাদ কিংবা তাদের অফিশিয়াল ওয়েবসাইট আমরা খুঁজে পাইনি। 

পরবর্তীতে, তাদের নিয়োগ বিজ্ঞপ্তির ব্যানারে থাকা কোম্পানি রেজিস্টার নাম্বার “২৩৫৬৯৮/২৯” কে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর এর ওয়েবসাইটে অনুসন্ধানের মাধ্যমে ‘ইউসেফ শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্র’ নামের রেজিস্ট্রার্ড কোনো কোম্পানি খুঁজে পাওয়া যায়নি। 

পাশাপাশি, এনজিও বিষয়ক ব্যুরো এর ওয়েবসাইটে থাকা সকল এনজিওদের তালিকাবাতিলকৃত এনজিওদের তালিকা, দেশি এনজিওদের তালিকা, বিদেশি এনজিওদের তালিকা পর্যবেক্ষণ করে ‘ইউসেফ শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্র’ নাম কোথাও খুঁজে পাওয়া যায়নি। 

তাছাড়া, নিয়োগ বিজ্ঞপ্তির ব্যানারটিতে সূত্র হিসেবে জাতীয় দৈনিক মানবজমিন এর ২৮ ডিসেম্বর ২০২৩ সালের প্রিন্ট সংস্করণের ১৫ পৃষ্ঠার কথা উল্লেখ করা হয়েছে। তবে কাঙ্ক্ষিত সেই তারিখের মানবজমিনের প্রিন্ট সংস্করণের ১৫ তম পৃষ্ঠায় এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির খবর ছাপা হয়নি। 

Conclusion

ইউসেফ শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্রে নিয়োগ দাবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে যা সম্পুর্ণ ভুয়া। 

UPDATE: এই প্রতারনার শিকার একজন ব্যবহারকারী ইমেইলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছিলেন এবং কীভাবে তিনি প্রতারিত হয়েছেন সে সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন

Result: False

Our Sources
Registrar of Joint Stock Companies And Firms 
NGO Affairs Bureau 
Manabzamin Print Version of 28 December 2023


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular