Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
Claim
ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ
Fact
দাবিটি মিথ্যা। নির্ভরযোগ্য সূত্রে ইউনিসেফের নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতিসংঘ জরুরি শিশু তহবিল (ইউনিসেফ) এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। উক্ত পোস্টে দাবি করা হয় “ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীদের পদের নাম, ছবি ও মোবাইল নাম্বার সহ সিভি অথবা দরখাস্ত এই ই-মেইলে unicefnos[at]gmail.com পাঠাতে হবে”। এমন প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করতে ইউনিসেফ বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে এ ধরণের নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, ইউনিসেফের মূল ওয়েবসাইটের চাকরি অংশে বাংলাদেশে এমন কোনো নিয়োগের তথ্য খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ফেসবুকে প্রচার হওয়া নিয়োগ সংক্রান্ত চাকরির পোস্টে আবেদনের জন্য ইমেইল হিসেবে unicefnos[at]gmail.com কে ব্যবহার করা হয়েছে যেটি ইউনিসেফের প্রাতিষ্ঠানিক ইমেইল নয়, বরং এটি একটি জিমেইল অ্যাকাউন্ট।ইউনিসেফ বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে প্রাতিষ্ঠানিক ইমেইল হিসেবে infobangladesh[at]unicef.org উল্লেখিত রয়েছে। অর্থাৎ প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত ইমেইল ঠিকানাটি ইউনিসেফের অফিশিয়াল ইমেইল ঠিকানা নয়।
ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ দাবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে যা সম্পুর্ণ ভুয়া।
Our Sources
Unicef Bangladesh Official website
Unicef Bangladesh Official Facebook Page
Unicef Jobs
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
Sayeed Joy
January 17, 2025
Tanujit Das
November 19, 2024
Tanujit Das
November 14, 2024