বুধবার, নভেম্বর 20, 2024
বুধবার, নভেম্বর 20, 2024

HomeFact Checkইউক্রেন-রাশিয়া যুদ্ধের দাবিতে ভিন্ন ভিডিও প্রচার

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দাবিতে ভিন্ন ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিকটকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। ভিডিওটিতে থাকা রাস্তার পাশের দেয়ালে আরবি লেখা লক্ষ্য করা যায় এবং মানুষের মুখে আল্লাহু আকবর ধন্নি শোনা যায়।

Screenshot sksaifulBahiCehnnel facebook post
ইউক্রেন
Screenshot TikTok / View the archive version here.

নিউজচেকার যাচাই করে দেখেছে ভিডিওটি সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়ার সংঘাতের নয়।

Fact Check / Verification

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে তুর্কি ভিত্তিক গণমাধ্যম A Haber এর টুইটার একাউন্টে ২০১৮ সালের ১০ আগষ্টে প্রকাশিত টুইটে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

এছাড়া, তুর্কি সংবাদমাধ্যম ‘HABERLER’ এ ২০১৮ সালের ০৯ আগস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে ভাইরাল ভিডিওর কিছু স্থিরচিত্র পাওয়া যায়।

Screenshot HABERLER report

ভাইরাল ভিডিওটি মূলত ২০১৮ সালের আগস্ট মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইজরায়েল বাহিনীর বিমান হামলার ঘটনায় ধারণকৃত। হামাস কর্তৃক রকেট ছোঁড়ার অভিযোগ এনে পাল্টা জবাব হিসেবে গাজায় ঐ বিমান হামলা চালিয়েছিলো ইজরায়েল।

Read More: বোরকা পড়া নারীকে উত্ত্যক্ত করার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়

Conclusion

২০১৮ সালে ইজরায়েল বাহিনী দ্বারা ফিলিস্তিনের গাজায় বিমান হামলার ঘটনার ভিডিওকে চলমান ইউক্রেন-রাশিয়ার সংঘাতে যুদ্ধের ভিডিও দাবিতে ভাইরাল করা হয়েছে।

Result – False

Our Sources

Ahaber Tweet: https://twitter.com/Ahaber/status/1027835931980701696

Harbeler: https://www.haberler.com/israil-den-gazze-ye-hava-saldirisi-2-11131444-haberi/


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular