সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে রাশিয়া-ইউক্রেন সংঘাতের দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে।
ভাইরাল এই ভিডিও দুটিতে প্রায় ৩ হাজারের বেশি লাইক পেয়েছে এবং ৮৭হাজার বার দেখা হয়েছে।
নিউজচেকার যাচাই করে দেখেছে ভাইরাল হওয়া ভিডিওগুলো পুরোনো এবং ভিন্ন একটি ঘটনার।
Fact Check / Verification
ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে তুরষ্ক ভিত্তিক সংবাদমাধ্যম ‘HABERLER’ এ ২০১৮ সালের ৯ই আগস্টে “İsrail’den Gazze’ye Hava Saldırısı (গাজায় ইসরায়েলি বিমান হামলা)” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ভিডিওর হবুহু কিছু স্থিরচিত্র পাওয়া যায়।
এছাড়া, অন্য আরেকটি তুরষ্ক ভিত্তিক সংবাদমাধ্যম ‘A Haber’ এর টুইটার অ্যাকাউন্টে ২০১৮ সালের ১০ই আগস্টে প্রকাশিত একটি টুইটে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
মূলত, ভিডিওটি ২০১৮ সালের আগস্টে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল বাহিনীর বিমান হামলার ঘটনায় ধারণকৃত। হামাস কর্তৃক রকেট ছোঁড়ার অভিযোগ এনে পাল্টা জবাব হিসেবে গাজায় ঐ বিমান হামলা চালিয়েছিলো ইসরায়েল।
Read More: ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের নয়, এটি একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র, নাগ
Conclusion
২০১৮ সালে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল বাহিনী কতৃক বিমান হামলার ঘটনায় ধারণকৃত ভিডিওকে ইউক্রেন-রাশিয়া সংঘাতের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।
Result: False Context | False
Our Sources
HABERLER: https://www.haberler.com/israil-den-gazze-ye-hava-saldirisi-2-11131444-haberi/
A Haber: https://twitter.com/ahaber/status/1027835931980701696
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।