সোমবার, ডিসেম্বর 30, 2024
সোমবার, ডিসেম্বর 30, 2024

HomeFact CheckFact check: যুক্তরাজ্যে সত্যিই কি তিনটির বেশি টমেটো কেনা যাচ্ছে না?

Fact check: যুক্তরাজ্যে সত্যিই কি তিনটির বেশি টমেটো কেনা যাচ্ছে না?

Claim– যুক্তরাজ্যে একজন ক্রেতা তিনটির বেশি টমেটো কিনতে পারছেন না
Fact– মূলত একজন ক্রেতা তিন প্যাকেট বা ইউনিট এর বেশি ক্রয় করতে পারবে না

গত ২৭ই ফেব্রুয়ারি (সোমবার) দেশের বেশ কিছু মূল ধারার গণমাধ্যমে “যুক্তরাজ্যে ২-৩টির বেশি টমেটো কিনতে পারছেন না একজন ক্রেতা” শীর্ষক একটি খবর প্রচারিত হচ্ছে। 

মূল প্রতিবেদনগুলো দেখুন এখানে- যায়যায় দিন, বিডিনিউজ২৪, যমুনা টেলিভিশন, আরটিভি, ও বাংলাট্রিবিউন। 

প্রতিবেদনগুলোর স্ক্রিনশট দেখুন এখানে- 

৩টির বেশি টমেটো কেনা যাবে না দাবী করে প্রতিবেদন প্রকাশ
কার্টেসিঃ বিডি নিউজ২৪
প্রতিবেদনের স্ক্রিনশট
কার্টেসিঃযায়যায়দিন
যমুনা তেলিভিশিনে উক্ত খবর প্রচারের স্ক্রিনশট
তিনটির বেশি টমেটো কেনা যাবে না বলে প্রচারিত খবর
কার্টেসিঃ যমুনা টেলিভিশন

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে যে, প্রচারিত সংবাদটি মিথ্যা। 

Fact check/ Verification

গত (সোমবার) ২৭ই ফেব্রুয়ারি, দেশের বেশ কিছু পত্রিকা সহ বিভিন্ন টিভি চ্যানেলে ‘যুক্তরাজ্যের কাঁচাবাজারে তিনটির বেশি টমেটো কেনা যাচ্ছে না’ বলে একটি সংবাদ প্রচার করা হয়ে থাকে। সংবাদ গুলোতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাতে বলা হয়- যুক্তরাজ্যের সুপারশপ ও মল গুলোতে একসাথে একজন ক্রেতা ২/৩ টির বেশি টমেটো কিনতে পারছেন না। কারণ হিসেবে উল্লেখ করা হয় সংকট ও পর্যাপ্ত সরবরাহের কথা।  

বিডিনিউজ২৪ তাদের প্রতিবেদনে বিবিসির নাম উল্লেখ করে এই খবর প্রচার করে। খবরে বলা হয়, যুক্তরাজ্যের কাচাবাজের সঙ্কট এর দরুন আলডি, টেসকো ও মরিসন্স এর মতো সুপারশপ ও গ্রোসারি চেইন গুলো সবজি বিশেষ করে টমেটো, মরিচ ও শশা ক্রয়ে ক্রেতাদের সীমাবদ্ধতা বেধে দিয়েছেন। 

বিবিসি’র এই সংক্রান্ত মূল প্রতিবেদন অনেকটা এমন ছিলো- “The UK’s largest supermarket, Tesco, and discounter Aldi have said they are putting limits of three per customer on sales of tomatoes, peppers and cucumbers.” 

দ্যা গার্ডিয়ান পত্রিকায়ও এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়- “Tesco and Aldi are limiting customers to three units of tomatoes, peppers and cucumbers as a precautionary measure, while Asda is also limiting customers on lettuce, salad bags, broccoli, cauliflower and raspberries”

মূল প্রতিবেদন দেখুন এখানে- www.theguardian.com/environment/2023/feb/25/vegetable-shortages-in-u

আলডি গ্রোসারি চেইন এর মূল ওয়েবসাইট-(লিংক) ঘেটে দেখা গেছে সেখানে টমেটো খুচরা পরিমাণে বিক্রয় করা হয় না। বরং, টমেটো ভিন্ন ভিন্ন পরিমাণে ভিন্ন ভিন্ন প্যাকেজে বিক্রয় করা হয়। ওজন ভেদে তাদের মূল্যও ভিন্নতর হয়ে থাকে। 

মূল ওয়েবসাইট এর একটি স্ক্রিনশট দেখুজন নিচে-

আলডির মূল ওয়েবসাইট এর স্ক্রিনশট
আলডি-তে টমেটো ক্যাটাগরির মূল ওয়েবসাইট এর স্ক্রিনশট
কার্টেসিঃ আলডি
এসডা-র মূল ওয়েবসাইট এর স্ক্রিনশট
এসডা গ্রোসারির মূল ওয়এবসাইট-এ টমেটো ক্যাটাগরির একটি স্ক্রিনশট
কার্টেসিঃ এসডা

বিবিসির মূল প্রতিবেদন দেখুন এখানে- বিবিসি নিউজ। 

প্রতিবেদনটিতে বলা হয়েছে একজন ব্যক্তি তিনটির বেশি প্যাকেট ক্রয় করতে পারবে না। যা দেশীয় গণমাধ্যমে তিনটি টমেটো বলে প্রচার করা হয়েছে। 

উপরে এসডাআলডি গ্রোসারি চেইন এর টমেটো ক্যাটাগরির স্ক্রিনশট গুলো দেখলে লক্ষ্য করা যায়, এখানে কোথাও টমেটো খোলা আকারে বিক্রয় করা হয় না। বরং আপনাকে নির্দিষ্ট প্যাকেট কিনতে হবে যা ওজন ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

অন্য একটি প্রতিবেদনে(ফ্যাক্টচেক) এই সংক্রান্ত একটি নোটিশও এসডার শপে দেখা যায়। দেখুন-

এসডা-তে টমেটো ক্রয় এর সীমাবদ্ধতা নিয়ে নোটিস
Asda তে টমেটো ক্রয় এর সীমাবদ্ধতা নিয়ে একটি নোটিস
কার্টেসি- প্রতিবেদন(ফ্যাক্ট-চেক)

উপরের নোটিশটিতে বলা আছে একজন ক্রেতা সর্বোচ্চ তিনটি প্যাকেট ক্রয় করতে পারবেন। 

Conclusion:

সুতরাং, দেশীয় বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত “যুক্তরাজ্যের কাঁচাবাজারে তিনটির বেশি টমেটো কেনা যাচ্ছে না” খবরটি বিভ্রান্তিকর।

Result: False

Correction: পরবর্তী পর্যালোচনা সাপেক্ষে আমাদের প্রতিবেদনের result কে Misleading থেকে False-এ পরিবর্তন করা হলো।


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular