Claim
সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে ট্রাম্পের সাম্প্রতিক বিজয়ের মিলনমেলায় আমেরিকায় শেখ হাসিনা অংশ নিয়েছেন।
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০১৮ সালে ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি খুজে পাওয়া যায়।
প্রতিবেদনে থাকা ছবিটির ক্যাপশন হতে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে একটি উচ্চপর্যায়ের বৈঠকের বিরতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেন।
পরবর্তীতে, বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম আলজাজিরার অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বরে প্রকাশিত মূল ভিডিওটি খুজে পাওয়া যায়।
পাশাপাশি, সে সময়ে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে করা প্রতিবেদন ও খুজে পাওয়া যায়, দেখুন এখানে এবং এখানে।
অর্থাৎ, ২০১৭ সালে জাতিসংঘ সদর দফতরে একটি উচ্চপর্যায়ের বৈঠকের বিরতিতে ডোনাল্ড ট্রাম্প এবং শেখ হাসিনার সাথে কথা বলাকালীন সময়ের ভিডিওকে সাম্প্রতিক সময়ের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে যা মিথ্যা।
Result: False
Our Sources
Dhaka Tribune
Al Jazeera
Channel i Online
DMP News
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।