বৃহস্পতিবার, এপ্রিল 25, 2024
বৃহস্পতিবার, এপ্রিল 25, 2024

HomeFact Checkএটি পলিমারের তৈরি গরিলার পুতুল, মানব শিশু নয়

এটি পলিমারের তৈরি গরিলার পুতুল, মানব শিশু নয়

সম্প্রতি টিকটকে “পৃথিবীর সবচেয়ে কালো শিশু” দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি আপলোডের একদিনের মধ্যে প্রায় ২ লাখ ১৮ হাজার বার দেখা হয়েছে পাশাপাশি ৬০ হাজার ‘লাইক’ করা হয়েছে।

আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ছবিটি এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২০১৫-২০১৬ সালে ভাইরাল হয়। 

Fact Check / Verification

আমরা ভিডিও থেকে কী-ফ্রেম নিয়ে সার্চ ইঞ্জিনগুলোতে রিভার্স সার্চ করে ফটো শেয়ারিং ওয়েবসাইট ইমজুর ডট কমে ২০১৫ সালের ৯ জুনে “The ‘darkest baby in the world’ was recently born in South Africa” শিরোনামে প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। 

পুতুল

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের সহায়তায় মার্কিন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান স্নোপ্সের ২০১৫ সালে প্রকাশিত একটি ফ্যাক্টচেকিং প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

মুলত, এটি কোনো শিশুর ছবি নয় বরং শিল্পী লিলাহ পিয়ারসনস (Lilah Pearsons) এর তৈরী একটি পুতুল। তিনি এসব পুতুল সিলিকন এবং পলিমার ক্লে এর দ্বারা তৈরি করেন। Lilah Pearsons এর এমন শিল্পকর্মের ছবি তার ইন্সটাগ্রাম এবং পিন্টারেস্ট একাউন্টেও রয়েছে।

Instagram will load in the frontend.

এছাড়া তিনি এসব পুতুল অনলাইন কেনাবেচা মার্কেটপ্লেস ওয়েবসাইট Etsy.com এ বিক্রি করে থাকেন।

নিউজচেকার লিলাহ পিয়ারসনস এর সঙ্গে যোগাযোগ করেছে এবং তিনি জানান এটি পলিমার ক্লে দিয়ে তৈরি শিশু গরিলার ক্যারিকেচার। পুতুলটি আকারে মাত্র 5 ইঞ্চি এবং এটি তৈরির কিছুক্ষণ পরেই একজন গ্রাহকের কাছে তিনি সেটি বিক্রি করেছিলেন।

Read More: ভাইরাস শাট আউট নেকলেস কি কোভিড-১৯ থেকে সুরক্ষা দিতে পারে?

Conclusion

শিল্পীর তৈরি পুতুলকে বিশ্বের সবচেয়ে কালো শিশু দাবি করে ভাইরাল করা হয়েছে। 

Result – False

Source:

Lilah Pearson statement 

Imgur: https://imgur.com/henHfyw

Lilah Instagram: https://www.instagram.com/breathofheavendolls/

Lilah Pinterest:
https://www.pinterest.co.uk/lilahpearl/polymer-clay-sculpture-my-art/

Etsy.com: https://www.etsy.com/au/listing/689444564/ooak-baby-sculpted-polymer-clay-monkey?show_sold_out_detail=1&ref=nla_listing_details

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular