Claim
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মদ খেয়ে নিজের মুখে তার অপরাধ স্বীকার করেছেন দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে তাকে বলতে দেখা যায়, ‘প্রিয় দেশবাসী, আমি বারবার একটি কথা বলেছি। আমি মাফিয়া চক্রের প্রধান, ক্ষমতালোভী, দূর্নীতিবাজ। অপরদিকে, মাফিয়া চক্রের ওপর ভর করে নাশকতামূলক কার্যক্রম এবং আমার কারণে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর এক বিপদ। সুতরাং, আপনারা সর্তক থাকবেন। সজাগ দৃষ্টি রাখবেন।’ এমন দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে উক্ত ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Tarique Rahman এর অফিশিয়াল ফেসবুক পেজে গত ৬ জানুয়ারি ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকুন। ৭ জানুয়ারী সারাদিন পরিবারকে সময় দিন | 6 January 2024” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় যে, উক্ত ভিডিওতে তারেক রহমানের পোশাকের সাথে আলোচিত ভিডিওর পোশাকের মিল রয়েছে। এছাড়া ভিডিওটির কিছু অংশের সাথে আলোচিত ভিডিওর বক্তব্যের মিলও পাওয়া গেছে।
Read More: কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে রায় দেয় নি
তবে বক্ত্যবে তিনি সেগুলো নিজের সম্পর্কে নয়, বরং ক্ষমতাসীন সরকার সম্পর্কে বলেন। বিভিন্ন প্রেক্ষাপটে তিনি এই শব্দগুলো ব্যবহার করেন। ভিডিওটির মাধ্যমে তিনি দেশবাসী এবং বিএনপি’র নেতাকর্মীদেরকে আসন্ন জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।
অর্থাৎ, ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে যে এটি মূল ভিডিওর বিভিন্ন অংশ সমন্বয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মদ্যপ অবস্থায় নিজের অপরাধ স্বীকার করেছেন বলে যে ভিডিওটি ফেসবুকে প্রচারিত হয়েছে, সেটি এডিটেড।
Result: False
Our Sources
NewsChecker Analysis
Tarique Rahman Facebook Post
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।