বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: ভাইরাল বিতর্কের ভিডিওটি বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নয়

Fact Check: ভাইরাল বিতর্কের ভিডিওটি বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নয়

Claim
১৯৯৪ সালে তারেক রহমানের বিতর্ক প্রতিযোগিতা
Fact 
দাবিটি মিথ্যা। ভিডিওটি তারেক রহমানের নয় বরং ১৯৯৪ সালে আয়োজিত টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া সৈয়দ নাজমুল কবির নামক এক বিতার্কিকের

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় ১৯৯৪ সালে টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিতর্কে অংশগ্রহণের ভিডিও। প্রচারিত ভিডিওগুলি দেখুন এখানে এবং এখানে। 

তারেক

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে একাধিক কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইউটিউবে ২০২০ সালের ২৯ আগস্টে 

In Pursuit of Truth RK নামক চ্যানেলে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। বিতর্ক অনুষ্ঠানের সভাপতি কর্তৃক প্রতিযোগীর নাম ঘোষণা থেকে নিশ্চিত হওয়া যায় যে ভিডিওর প্রতিযোগীর নাম সৈয়দ নাজমুল কবির। ১৯৯৪ সালে তিনি চট্টগ্রামের বিএএফ শাহীন স্কুলের শিক্ষার্থী ছিলেন এবং সেখান থেকেই টেলিভিশন বিতর্কে অংশ নেন। 

পাশাপাশি, Recent News নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালে আপলোডকৃত ১৯৯৩ ও ১৯৯৪ সালের জাতীয় টেলিভিশন স্কুল বিতর্কের পুরষ্কার অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Conclusion

১৯৯৪ সালে সৈয়দ নাজমুল কবির নামের এক ব্যক্তির জাতীয় টেলিভিশন বিতর্কে অংশগ্রহণের ভিডিওকে তারেক রহমানের বিতর্কের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে

Result: False

Our Sources
In Pursuit of Truth RK YouTube
Recent News YouTube


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular