বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact check: তামিম ইকবালের চলমান টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়টি গুজব 

Fact check: তামিম ইকবালের চলমান টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়টি গুজব 

Claim- তামিম ইকবাল টি-২০ বিশ্বকাপ ২০২৪ খেলতে যাচ্ছেন 
Fact- ওপেনার তামিম ইকবাল টি-২০ ফরম্যাট সহ জাতীয় দলের সকল ফরম্যাট থেকে ইতিমধ্যে অবসর নিয়েছেন

তামিম ইকবাল খেলতে যাচ্ছেন টি-২০ বিশ্বকাপ,২০২৪ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্ট/ভিডিও ভাইরাল হয়। কখনো বলা হচ্ছে সাকিবের অনুরোধে আবার কখনো বা প্রধানমন্ত্রীর নির্দেশে তামিম ইকবাল টি-২০ বিশ্বকাপের চলমান আসরে খেলতে যাচ্ছেন দাবিতে একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওগুলো দেখুন এখানে- টিকটক, টিকটকটিকটকটিকটকটিকটকটিকটক ও  টিকটক।  ভিডিওগুলোর স্ক্রিনশট দেখুন নিচে

ss of the viral post taken from TikTok
ss of the viral post taken from TikTok

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification 

তামিম ইকবালের চলমান টি-২০ বিশ্বকাপ আসরে যোগ দেয়ার খবরটির সত্যতা যাচাই করতে গুগল কি-ওয়ার্ড সার্চ করে জানা যায় তামিম ইকবাল টি-২০ ফরম্যাট থেকে ২০২২ সালেই অব অসর গ্রহণ করেন। বিডিক্রিকটাইম, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, ESPNcricinfo .

 ২০২২ সালে টি-২০ ফরম্যাট থেকে অবসর নেয়ার পর তিনি ওডি আই ও টেস্ট ফরম্যাট-এ মনোনিবেশ করার কথা বলেন।

তবে গত বছর ২০২৩ সালের জুন মাসে তামিম ইকবাল প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেন। ProthomAlo, ESPNcricinfo. ও ডি আই বিশ্বকাপের তিন মাস আগে এই সিদ্ধান্ত সবাইকে চমকে দেয়। 

তবে তামিমের অবসরকে ঘিরে নাটকীয়তার শেষ এখানেই নয়। জুলাই ৬ তারিখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পরপরই প্রধানমন্ত্রী ৭ তারিখে তামিম ইকবালের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ এর পর তামিম ইকবাল অবসর উঠিয়ে নিয়ে বিশ্বকাপে খেলার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তা আর হয়ে উঠেনি। অতঃপর গত ২৭সেপ্টেম্বর ২০২৩ তাং এ চুড়ান্তভাবে নানা নাটকীয়তার পর সকল আন্তর্জাতিক ক্রিকেট ফরম্যাট থেকে অবসর নেন বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার। Tamim Iqbal Khan

Conclusion

অতএব, তামিম ইকবালের চলমান টি-২০ বিশ্বকাপ আসরে খেলার বিষয়টি নিতান্তই গুজব। 

Result: False

Our Sources: 
Newschecker’s Own Analysis


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular