Claim
গত ০৪ জানুয়ারি পারিবারিকভাবে দ্বিতীয় বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যপকভাবে প্রচার করা হয়েছে যেখানে দেখা যায় একজন ব্যক্তি নিকাহনামায় স্বাক্ষর করার সময় কান্না করছেন। উক্ত ভিডিওটি প্রচার করে দাবি করা হয়েছে, তাহসান ২য় বিয়ে করতে গিয়ে অনেক কান্না করেছেন। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে উক্ত ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ইনস্টাগ্রামে Ayan Khtri (@ayankhatri11) নামের একটি অ্যাকাউন্টে ২০২৪ সালের ০৯ অক্টোবরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়।
উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সম্পূর্ণ সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে উর্দু ভাষায় লেখা হয়েছে, “আল্লাহ যেন আমার মাকে ক্ষমা করেন এবং আমাকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দেন” (ভাষান্তরিত)। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাবাউট অংশ পর্যবেক্ষণ করলে দেখা যায়, উক্ত অ্যাকাউন্টটি পাকিস্তান থেকে পরিচালিত হচ্ছে।
তাছাড়া, ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের অ্যাবাউট সেকশনে মেনশনকৃত টিকটক একাউন্ট (@ayankhtri1) পর্যবেক্ষণ করে একই ভিডিওটি খুজে পাওয়া যায়। পাশাপাশি টিকটক অ্যাকাউন্টটিতে বিয়ে সংক্রান্ত আরো ভিডিও পাওয়া যায় দেখুন এখানে।
@ayankhtri1 Miss u Maa 😔💔 اللہ تعالی میری والدہ کی مغفرت فرما #foryou #foryoupage #1millionaudition #🇵🇰🇮🇳 #viral #viral ♬ original sound – Rajputbhatti046
উল্লেখ্য, তাহসান খান গত ৪ জানুয়ারি পারিবারিকভাবে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অন্যদিকে, তাহসানের বিয়ের বেশ কয়েক মাস আগেই উক্ত ভিডিওটি অনলাইনে প্রকাশিত হয়েছে।
সুতরাং, পাকিস্তানের একজন ব্যক্তির বিয়েতে কান্নার দৃশ্যকে তাহসানের দ্বিতীয় বিয়েতে তাহসানের কান্নার দৃশ্য হিসেবে মিথ্যাভাবে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
Ayan Khtri Instagram
Ayan Khtri TikTok (1,2)
Prothom Alo
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।