Claim
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুক এবং এক্সে (সাবেক টুইটার) একটি ছবি প্রচার করে দাবি করা হয় “সিলেট ইসকন মন্দির থেকে যৌথ বাহিনীর অভিযানে জব্দ করা সব অস্ত্র”। এমন দাবিতে প্রচারিত প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ডেমোক্র্যাসি ফর বার্মা নামের একটি ওয়েবসাইটে ২০১৪ সালের ২৫ আগস্টে প্রকাশিত একটি ব্লগে মূল ছবি খুজে পাওয়া যায়।
ব্লগটিতে উল্লেখ করা হয়, থাইল্যান্ডের চুনবুরি প্রদেশের শ্রীরাচা জেলার ওয়াটহুয়ে প্রাপ প্যাগোডায় দেশটির সৈন্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র খুঁজে পেয়েছিল।
পরবর্তীতে এর সুত্র অনুযায়ী কীওয়ার্ড সার্চের মাধ্যমে থাইল্যান্ড ভিত্তিক নিউজপোর্টাল Posttoday এবং Sanook এ সে সময়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুজে পাওয়া যায়।
তাছাড়া, সিলেট ইসকন মন্দিরে যৌথ বাহিনীর অভিযান কিংবা কিছু উদ্ধার করা হয়েছে এমন কোনো তথ্য গণমাধ্যমসুত্রে পাওয়া যায়নি।
অর্থাৎ, ২০১৪ সাল হতে অনলাইনে প্রচার হয়ে আসা থাইল্যান্ডের প্যাগোডার একটি ছবিকে সিলেট ইসকন মন্দিরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের দাবিতে প্রচার করা হয়েছে যা মিথ্যা।
Result: False
Our Sources
Democracy For Burma
Posttoday
Sanook
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।