সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র পানির স্রোতে একটি মন্দির দাঁড়িয়ে থাকার ভিডিও প্রচার করে হচ্ছে “হাজার হাজার ঘর-বাড়ি সিলেট-সুনামগঞ্জে নদীর জলে তলিয়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বরের ঘর(মন্দির) এখনো মাথা উচু করে দাড়িয়ে আছে”। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে ঘটনাটি বাংলাদেশের নয়।
Fact Check / Verification
https://youtu.be/aW8wicZuvnQভিডিওটির কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘KucH_Co_IN’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বরে “Shri Kapileshwar Temple Sarangpur” (অনুবাদিত) শীর্ষক শিরোনামে প্রচারিত হবুহু একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, কিওয়ার্ড সার্চের মাধ্যমে vlog Rahul jhala নামের একটি ইউটিউব চ্যানেল এবং গুগল ম্যাপসে থাকা মন্দিরের ভিডিও এবং ছবি দেখে এর অবস্থান নিশ্চিত করা যায়।
মূলত মন্দিরটির নাম শ্রী কপিলেশ্বর শিব মন্দির। মন্দিরটি ভারতের মধ্যপ্রদেশের সারংপুরে অবস্থিত।
Read More: পানিতে ভাসমান মৃত শিশুর ছবিটি বাংলাদেশের নয়
Conclusion
ভারতের মধ্যপ্রদেশের সারংপুরে অবস্থিত শ্রী কপিলেশ্বর শিব মন্দিরের কোনো এক বন্যায় ধারণ করা পুরোনো ভিডিওকে সিলেট সুনামগঞ্জের বন্যায় মন্দির দাঁড়িয়ে আছে দাবিতে প্রচার করা হয়েছে।
Result – False
Our Sources
A video posted on the YouTube channel KucH_Co_IN on Sep 15, 2021
A video posted on the YouTube channel vlog Rahul jhala on Oct 21, 2020
Google Maps: Shri Kapileshwar Mahadev Mandir
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।