রবিবার, সেপ্টেম্বর 8, 2024
রবিবার, সেপ্টেম্বর 8, 2024

HomeFact CheckFact Check: ভারতের পাঞ্চেত বাঁধের পুরোনো ভিডিওকে ফারাক্কা বাঁধের দাবিতে প্রচার

Fact Check: ভারতের পাঞ্চেত বাঁধের পুরোনো ভিডিওকে ফারাক্কা বাঁধের দাবিতে প্রচার

Claim

সম্প্রতি ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে সিলেটের বেশ কিছু স্থানে বন্যা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভারতের ফারাক্কা বাঁধ খোলে দেয়ার কারণে সিলেটে এমন হয়েছে দাবিতে বাঁধের একটি ভিডিও প্রচার করা হয়েছে।

পাঞ্চেত

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে আলোচিত ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইউটিউবে ২০১৭ সালের ২৭ জুলাইয়ে Satyam Sharma নামের একটি চ্যানেলে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটির টাইটেল এবং ডেসক্রিপশন বক্স হতে জানা যায় এটি ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত পাঞ্চেত বাঁধ যা ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেতে দামোদর নদীতে অবস্থিত। 

তাছাড়া, ফারাক্কা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর অবস্থিত। সর্বশেষ ২০১৯ সালে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয়া হয়েছিল। 

Read More: শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজে আগুন লাগার দাবিটি সত্য নয়

উল্লেখ্য, বিশেষজ্ঞরা সিলেটে বারবার বন্যার কারণ হিসেবে মেঘালয়ের ভারী বর্ষণ, নদীর পানি বহনের ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া, অপরিকল্পিত উন্নয়ন, বাঁধ না থাকা ও ইটনা-মিঠামইন সড়ককে দায়ী করছেন। অর্থাৎ, ফারাক্কা বাঁধের সাথে সিলেটের কোনো সংযোগ নেই। 

Result: False

Our Sources
Satyam Sharma YouTube 
BDNEWS24 
Prothom Alo 
BBC Bangla 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular