Claim- সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ
Fact- প্রচারিত ভিডিওগুলো সিলেটে বন্যার দৃশ্য নয়
‘সিলেটে ভয়াবহ বন্যা’ ও ‘ফারাক্কা বাধ খুলে দিয়েছে ভারত’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। ভিডিওগুলো দেখুন এখানে, এখানে ও এখানে।
ভাইরাল পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন নিচে-
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে যে ভাইরাল ভিডিওগুলো সিলেটের সম্প্রতি বন্যার দৃশ্য নয়।
Fact check/ Verification
গুগল রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায় ভাইরাল ভিডিওগুলো ফারাক্কা বাধের নয় এমনকি বন্যার দৃশ্যটিও সিলেটের বন্যার নয়। এই ভিডিওতে একটি বাধ দেখিয়ে বলা হচ্ছে ভারত ফারাক্কা বাধ খুলে দেয়ায় সিলেটে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে ভিডিওতে দেখানো বাধটি ফারাক্কা বাধ নয়। একটি ইউটিউব চ্যানেলে ৮ বছর পুরনো এক ভিডিও থেকে জানা যায় বাধটি ভারতের গুজরাট প্রদেশে অবস্থিত উকাই ড্যাম। দেখুন এখানে। ভিডিওটির ৫৮ সেকেন্ড এ ভাইরাল টিকটক ভিডিওর ফ্রেমটি দেখতে পাবেন।
ভাইরাল ৩য় ভিডিওতে ও একটি বাধ এর ভিডিও দিয়ে বলা হচ্ছে ফারাক্কা বাধ খুলে দেয়ায় মাত্র দুই দিনে সিলেটে বন্যা হয়ে যায়। মুলত বাধটি ফারাক্কা বাধ নয়। ইমেজ সার্চ-এ একটি ইউটিউব চ্যানেলে এই বাধটির ভিডিও পাওয়া যায় যা ৩ বছর আগে আপলোড করা হয়। ভিডিওটি দেখুন এখানে। ভিডিওটি থেকে জানা যায় বাধটি জাপানের ইয়াহাগি ড্যাম।
উপরে উল্লিখিত প্রথম ভাইরাল ভিডিওটিতে যে দৃশ্য দেখানো হয়েছে তা সিলেটের নয়। রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে অনুসন্ধান করে জানা যায় চিত্রটি জাপানের সুনামির। FNN311 ইউটিউব চ্যানেলে ১০ বছর আগে আপলোড করা হয়েছিলো ভিডিওটি। ভিডিওটি দেখুন এখানে- FNN311। ভিডিও ডেস্ক্রিপশন থেকে জানা যায় ভিডিওটি জাপানের মিনাটো জেলার ইশিনোমাকি শহরে সুনামির বিপর্যয়ের। উল্লেখ্য, FNN311 জাপানের ফুজি নিউজ নেটওয়ার্কের অফিসিয়াল ইউটিউব চ্যানেল।
Conclusion
পুরোনো ও অসম্পর্কিত ভিডিও সিলেটের বন্যা ও ফারাক্কা বাধের নামে ভাইরাল হল।
Result: False
Our Sources:
FNN311
ইয়াহাগি ড্যাম- জাপান
উকাই ড্যাম- গুজরাট