শুক্রবার, এপ্রিল 19, 2024
শুক্রবার, এপ্রিল 19, 2024

HomeFact Checkপানিতে ভাসমান মৃত শিশুর ছবিটি বাংলাদেশের নয়

পানিতে ভাসমান মৃত শিশুর ছবিটি বাংলাদেশের নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পানিতে ভাসমান মৃত একটি শিশুর ছবি প্রচার করে সিলেটের বন্যার ঘটনার দাবি করা হচ্ছে। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

এছাড়া ময়মনসিংহ লাইভ নামে একটি অনলাইন পোর্টালে একই ছবি ব্যবহার করে “সিলেটে মায়ের কোল থেকে বন্যার পানিতে ভেসে গেছে শিশু” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। 

Screenshot mymensingh live website

নিউজচেকার যাচাই করে দেখেছে ছবিটি বাংলাদেশের নয়। 

Fact Check / Verification

রিভার্স ইমেজ সার্চ করে যুক্তরাষ্ট ভিত্তিক সংবাদমাধ্যম Buzzfeed News-এ ২০১৭ সালের ১৪ আগষ্ট “Floods Left No Land To Bury A Dead Child. So His Family Left Him In The River” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot Buzzfeed News website

এছাড়া, নেপালের মূলধারার ইংরেজি সংবাদমাধ্যম Kathmandu Post এ একই সময়ে প্রকাশিত প্রতিবেদনে আরো বেশ কয়েকটি ছবি পাওয়া যায়। 

শিশু
Screenshot Kathmandu Post website

মূলত ভাসমান ছবিতে থাকা শিশুটির নাম কমল সাদা। ২০১৭ সালে নেপালে হওয়া বন্যার আগে বৃষ্টি ও ঠান্ডা বাতাসে আক্রান্ত হয়ে কমল মারা যায়। বন্যার কারণে কোনো শুষ্ক ভূমি না থাকায় মৃত কমলের চাচা দেব কুমার সাদা তাকে নেপালের কুশি নদীতে ভাসিয়ে দেয়।

Read More: মৃত গবাদিপশুর ছবিটি সিলেটের বন্যার নয়

Conclusion

সিলেটের বন্যার পানিতে শিশুর ভেসে যাওয়ার যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে, তা মূলত ২০১৭ সালে নেপালের বন্যা কবলিত একটি এলাকার ছবি।

Result – False

Our Sources

A report published by Buzzfeednews on 14 August 2017.
A report published by Kathmandu Post on 14 August 2017.


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular