Claim
ফেব্রুয়ারিতে রোজা তাই পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসের ১ তারিখ থেকে
Fact
দাবিটি মিথ্যা। এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে আগামী ১৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ২০২৪ সালের পরীক্ষা রমজানের কারণে পিছিয়ে এপ্রিল ১ তারিখ থেকে শুরু হবে দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। ভিডিওটি দেখুন এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা যাচাই করতে একাধিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে এসএসসি পরীক্ষা ২০২৪ পেছানো হয়েছে এমন কোনো তথ্য মূলধারার সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে (আর্কাইভ) পরীক্ষা পেছানো সম্পর্কিত কোনো নোটিশ খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বরে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। রুটিন অনুযায়ী ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখ এবং পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত প্রকাশিত সংবাদ প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
Read More: ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন দাবিতে প্রচারিত ছবিটি ভুয়া
Conclusion
রমজানের কারণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা পিছিয়ে আগামী এপ্রিলের ১ তারিখে অনুষ্ঠিত হবে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
The Daily Star
Prothom Alo
Jagonews24 YouTube
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।