বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024
বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024

HomeFact Checkসিরাজগঞ্জে কবরে আগুন লাগার ঘটনাটি মানবসৃষ্ট, অলৌকিক নয়

সিরাজগঞ্জে কবরে আগুন লাগার ঘটনাটি মানবসৃষ্ট, অলৌকিক নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কবরে আগুন লাগার ভিডিওকে, অলৌকিক ঘটনা দাবিতে প্রচারিত হয়। “সিরাজগঞ্জ রহমতগঞ্জ কবরস্থানে মঙ্গলবার একটি কবরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাই” শিরোনামে প্রচারিত ভিডিওটি নিউজচেকার যাচাই করে দেখেছে যে, উদ্দেশ্যমূলকভাবে একটি কবরে আগুন জ্বালানো হয়েছে। 

ভাইরাল ভিডিওর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে

Fact Check / Verification

কি-ওয়ার্ড সার্চ করে ১৪ই জানুয়ারি ২০২২-এ, যমুনা টিভির অনলাইন সংস্করণে “টিকটক করতে কবরে আগুন, অভিযুক্তদের খুঁজছে পুলিশ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

সিরাজগঞ্জ
Screenshot from Jamuna TV report

পাশাপাশি জাগো নিউজ ২৪, মানব জমিন, বিডি ২৪ লাইভে ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

উপরোক্ত প্রতিবেদনগুলো হতে জানা যায়, সিরাজগঞ্জের পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থানে গত ১০ই জানুয়ারি সন্ধ্যায় কতিপয় অজ্ঞাত ব্যক্তি কবরে আগুন লাগিয়ে দেয় এবং আগুনের ঘটনাটির ভিডিও ফেসবুকে প্রচার করে।

কবরস্থানটির খাদেম আফজাল হোসেন গণমাধ্যমকে জানান, “কবরস্থানের কিছু পলিথিন কাগজ ও গাছের পাতা একত্রিত করে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছিল। আমরা মাগরিবের নামাজ শেষে একটি কবরে আগুন জ্বলতে দেখতে পাই। পরে আমরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। কেউ হয়তো ইচ্ছে করেই মোবাইলে প্রচার করার জন্য এ কাজ করেছে।”

এছাড়া, স্থানীয় কাউন্সিলর মোঃ জুলফিকার হাসান খান গণমাধ্যমকে বলেন, “একটি মহল ইসলাম বিরোধী গুজব রটানোর জন্য এসব করেছে। কবরস্থানে পরিত্যক্ত আগাছা আর শুকনা পাতায় কে বা কারা আগুন ধরিয়ে দেন।”

Read More: নেপাল-ইন্দোনেশিয়ার ভূমিকম্পের পুরোনো ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার

প্রসঙ্গত, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, “বিষয়টি আমি জানা মাত্র তদন্তের জন্য একজন অফিসারকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তিনি তদন্ত করে এসব ছেলেদের আইনের আওতায় আনবেন আশা করা যায়। তবে আমার মনে হয় ওরা টিকটক বানানোর জন্যই এ কাজ করেছে।”

Conclusion

অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা সিরাজগঞ্জের একটি কবরে উদ্দেশ্যমূলকভাবে আগুন জ্বালিয়ে দেয়ার ঘটনার ভিডিওকে অলৌকিক ঘটনা দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

Result – False

Our Sources

Jamuna TV: https://www.jamuna.tv/news/308988

Jagonews24: https://www.jagonews24.com/country/news/731110

Mzamin: https://mzamin.com/article.php?mzamin=311453

BD24Live: https://www.bd24live.com/bangla/433078/


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular