বুধবার, মার্চ 12, 2025
বুধবার, মার্চ 12, 2025

HomeFact CheckViralFact check: শিবির বা ছাত্রদলের সভাপতির রুম থেকে অস্ত্র উদ্ধারের ভাইরাল দাবিটি...

Fact check: শিবির বা ছাত্রদলের সভাপতির রুম থেকে অস্ত্র উদ্ধারের ভাইরাল দাবিটি ভুয়া 

Claim

শিবিরের সভাপতির রুম থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পরে। ভাইরাল ভিডিওগুলো দেখুন এখানে, এখানে এখানে।  

ভাইরাল ভিডিওগুলোতে বলা হচ্ছে এই অস্ত্র গুলো জুলাই আগস্টে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র। যা বর্তমানে রাবির নবাব আব্দুল লতিফ হল থেকে শিবিরের সভাপতির রুম থেকে উদ্ধার করা হয়। অস্ত্রগুলো উদ্ধার করে সেনাবাহিনী।

আবার একই ভিডিও ব্যবহার করে বেশ কিছু পোস্টে দাবি করা হচ্ছে অস্ত্রগুলো রাবির নবাব আব্দুল লতিফ হলের ছাত্রদলের সভাপতির রুম থেকে উদ্ধার করা হয়েছে। পোস্ট দেখুন এখানে এখানে।

Fact

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের শিবির বা ছাত্রদলের সভাপতির রুম থেকে বিপুল অস্ত্র উদ্ধারের দাবিটি সত্যতা যাচাই করতে আমরা একাধিক কি-ওয়ার্ড ও রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে জানা যায় ভাইরাল ভিডিওগুলোতে করা উভয় দাবিই ভুয়া।
রিভার্স ইমেজ সার্চ এ আমরা একই ভিডিওর গত বছর তথা আগস্ট ১৮, ২০২৪ সালের একটি পোস্ট ফেসবুকে খুজে পাই। ভিডিওটি দেখুন এখানে। ভিডিওটি আপলোড করে পোস্টদাতা ক্যাপশনে লিখেন ‘টঙ্গীবাড়ি থানার লুটপাট হওয়া অস্ত্র সেনাবাহিনী উদ্ধার করে থানার হস্তান্তর করেছে।’

উল্লেখ্য এই একটি পোস্টই উক্ত ভাইরাল ভিডিওর সবচেয়ে পুরাতন ডিজিটাল ফুটপ্রিন্ট।

অপরদিকে দৈনিক আমার দেশ নামে যে পেইজ থেকে দাবি করা হচ্ছে ছাত্রদলের সভাপতির রুম থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে সেই পেইজটি ভুয়া। দৈনিক আমার দেশ এর অফিসিয়াল কোন প্ল্যাটফর্মে এই ধরণের কোন সংবাদ বা ভিডিও পাওয়া যায় নি।  

অর্থাৎ, উপরিউক্ত অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হওয়া যায় যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল এর শিবির বা ছাত্রদলের সভাপতির রুম থেকে লুটপাট হওয়ার ভাইরাল দাবিটি মিথ্যা। 

Result: False

Our Sources:
মুল ভিডিও; দৈনিক আমার দেশ


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular