বুধবার, অক্টোবর 16, 2024
বুধবার, অক্টোবর 16, 2024

HomeFact CheckFact Check: শেরপুরের বন্যার ছবি দাবিতে প্রচারিত ছবিটি ২০২৩ সালের বান্দরবনের বন্যার

Fact Check: শেরপুরের বন্যার ছবি দাবিতে প্রচারিত ছবিটি ২০২৩ সালের বান্দরবনের বন্যার

Claim

সম্প্রতি শেরপুরে চলমান বন্যাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করে দাবি করা হয় এটি শেরপুরের বন্যার ছবি। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

Fact

ছবিটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার সংবাদমাধ্যম  ‘The Business Standard’ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ০৮ আগস্ট ‘টানা বৃষ্টি-উজানের ঢলে চট্টগ্রামে জলাবদ্ধতা, বান্দরবান বিচ্ছিন্ন—খাদ্য ও সুপেয় পানির সংকট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে টানা বৃষ্টি, উজান থেকে নামা ঢল এবং জোয়ারের কারণে চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা ঘটেছিল, এবং ছবিটি সেই সময়ের।

এছাড়া, একই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা পোস্টের ওয়েবসাইটে ‘পানির নিচে বান্দরবান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে এই ছবিটি পাওয়া যায়।

সুতরাং, ২০২৩ সালের ভিন্ন স্থানের বন্যার একটি ছবিকে শেরপুরের চলমান বন্যার দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Result: Missing Context

Our Sources
The Business Standard
Dhaka Post
Jugantor


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular