Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
Claim– শেখ হাসিনার প্রোটকল অফিসার এস এম খুরশিদ উল আলম অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র সচিব হন
Fact– ভাইরাল পাসপোর্ট এ থাকা এস এম খুরশিদ উল আলম ও মুহাম্মদ খুরশেদ আলম ভিন্ন ব্যক্তিদ্বয়
শেখ হাসিনার মুখছবি সম্বলিত একটি পাসপোর্ট-এর ইমেজ প্রচার করে সেখানে ইমার্জেন্সি কন্টাক্ট হিসেবে থাকা এস এম খুরশিদ উল আলমকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দাবি করা হয়। ভাইরাল হওয়া পাসপোর্ট ইমেজটির ইমার্জেন্সি কন্টাক্ট-এ এস এম খুরশিদ উল আলম নামটি দেখা যায়। দাবি করা হয় শেখ হাসিনার আস্থাভাজন এই ব্যক্তিটিই বর্তমানে অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছেন। পোস্টগুলো দেখুন এখানে ও এখানে।
নিউজচেকার বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
শেখ হাসিনার পাসপোর্ট এ ইমার্জেন্সি কন্টাক্ট এর এস এম খুরশিদ উল আলম ও মুহাম্মদ খুরশেদ আলম একই ব্যক্তি কি না তা যাচাই করতে প্রথমে আমরা প্রদত্ত নাম দুটি কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করি।
প্রথমে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র সচিব রিয়ার এ্যাডমিয়ার (অব.) মোঃ খুরশেদ আলম এর সম্পর্কে জানা যায় তিনি বাংলাদেশ নৌবাহিনীর দুই তারকা বিশিষ্ট রিয়ার এ্যাডমিরাল(অবসরপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব হিসেবে ইতিমধ্যে দায়িত্ব পালন করছিলেন। পরে তাকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। প্রতিবেদন দেখুন এখানে- ইত্তেফাক, দ্যা ফিনেন্সিয়াল এক্সপ্রেস।
অপরদিকে ভাইরাল ইমেজে ব্যবহৃত নামটি মোঃ খুরশেদ আলমের সাথে রয়েছে ভিন্নতা। ভাইরাল ইমেজে উল্লেখিত নামটি হলো এস এম খুরশিদ-উল আলম। এই নামটি ধরে কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করলে জানা যায় তিনি বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্যিক উইং এ দায়িত্বরত আছেন।দেখুন-এখানে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেস-এ অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ কমার্শিয়াল কাউন্সেলর হিসেবে নিযুক্ত আছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন উইং এই এস এম খুরশিদ উল আলমের নাম বর্তমানে উল্লেখ নেই। দেখুন এখানে।
এস এম খুরশিদ উল আলম যিনি বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত আছেন তিনি ২০১৮ সালে ২৫ জানুয়ারি শেখ হাসিনার প্রোটকল অফিসার-২ হিসেবে দায়িত্ব পালন করেন। এমনকি ২০১৯ সালে ১লা এপ্রিল তিনি আবার প্রোটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ পান। দেখুন এখানে- বাংলা ট্রিবিউন।
উপরিউক্ত নোটিসটি লক্ষ্য করলে দেখা যায় প্রজ্ঞাপনটি পুরাতন সংসদ ভবণ তথা প্রধানমন্ত্রীর কার্যালয় হতে এস এম খুরশিদ-উল আলম কর্তৃক স্বাক্ষরিত। এ থেকে প্রতীয়মান হয় যে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্বরত ছিলেন। অর্থাৎ, এস এম খুরশিদ উল আলম এর সাথে শেখ হাসিনা সরকারের আমলে সম্পৃক্ততা স্পষ্ট।
উল্লেখ্য, এস এম খুরশিদ উল আলম ও রিয়ার এ্যাডমিরাল (অব.) মুহাম্মদ খুরশিদ আলম বিএন, ভিন্ন ব্যক্তিদ্বয়
অতএব, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পাওয়া মোঃ খুরশেদ আলম শেখ হাসিনার ভাইরাল পাসপোর্ট এ উল্লেখিত এস এম খুরশিদ-উল আলম নন, বরং দুই জন ভিন্ন ব্যক্তিদ্বয়। সুতরাং দাবিটি মিথ্যা।
Newschecker’s Own Analysis