মঙ্গলবার, এপ্রিল 8, 2025
মঙ্গলবার, এপ্রিল 8, 2025

HomeFact CheckFact Check: কলকাতায় মার্কিন গোয়েন্দা প্রধানের সাথে শেখ হাসিনার বৈঠক দাবিতে মিথ্যা...

Fact Check: কলকাতায় মার্কিন গোয়েন্দা প্রধানের সাথে শেখ হাসিনার বৈঠক দাবিতে মিথ্যা তথ্য প্রচার

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় কলকাতায় মার্কিন গোয়েন্দা প্রধানের সাথে বৈঠক করছেন শেখ হাসিনা। 

মার্কিন

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Sting Newz নামক ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৩ নভেম্বর ‘কলকাতায় পা রেখে কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুনুন’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল খুঁজে পাওয়া গেছে৷ 

সংবাদ প্রতিদিনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ইডেনে অনুষ্ঠিত ভারতের প্রথম পিঙ্ক বল টেস্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে ছিলেন সেই সময়ের বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, ভাইরাল টিকটক ভিডিওতে থাকা মূল ভিডিওটি মূলধারার গণমাধ্যম একুশে টিভির ইউটিউব চ্যানেলে গত ৪ মার্চ “মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে হাসিনার বৈঠক নিয়ে যা জানা গেল” শিরোনামে প্রকাশিত হয়, যেখানে মূলত উক্ত দাবিটি ফ্যাক্টচেক করা হয়েছিল। তবে ভিডিওটিকে কাটছাঁট করে, এটি মূলধারার গণমাধ্যমে প্রচারিত একটি সত্য খবর হিসেবে উপস্থাপন করা হয়েছে দাবিকৃত ভিডিওটিতে।

সুতরাং, কলকাতায় যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক দাবিতে পুরোনো সরকারি সফরের ভিডিও প্রচার করা হচ্ছে যা মিথ্যা।

Result: False

Our Sources
Video by Sting Newz, Dated November 23, 2019 
Video by Sangbad Pratidin, Dated November 23, 2019 
Video by Ekushey TV, Dated 4 March 2025


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular