শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact CheckFact check: শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কোন মন্তব্য করেননি আইনমন্ত্রী

Fact check: শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কোন মন্তব্য করেননি আইনমন্ত্রী

Claim- আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করে নির্বাচনকালীন সরকার গঠন করবেন
Fact- আইনমন্ত্রী আনিসুল হক এমন কোন মন্তব্য করেননি। কোন নির্বাচনকালীন সরকার ও গঠন করবে না। 

‘শেখ হাসিনা পদত্যাগ করে নির্বাচনকালীন সরকার গঠন করবেন-আইনমন্ত্রী’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচারিত হয়। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিরোধী দলগুলোর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।এরই জের ধরে টিকটকে এই সংশ্লিষ্ট একটি পোস্ট পাওয়া যায়।  পোস্টটির স্ক্রিনশট দেখুন এখানে-

আইনমন্ত্রীর বক্তব্য হিসেবে মিথ্যা বক্তব্য প্রচার
কার্টেসিঃ টিকটক/ ইউজার

নিউজচেকার-বাংলাদেশ দাবিটি যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/ Verification

গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে সময়নিউজ এর অনলাইন পোর্টাল, ফেসবুক পেইজইউটিউব চ্যানেলের কোথাও আমরা আইনমন্ত্রী আনিসুল হকের এমন কোন বক্তব্যের অস্তিত্ব পাই নি।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলছে নানা আলোচনা সমালোচনা। তন্মধ্যে বিরোধী দলের প্রধান দাবিগুলোর একটি হলো বর্তমান সরকারকে নির্বাচনের পুর্বে পদত্যাগ ও নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। অন্যথায় তারা নির্বাচন করবে না। পক্ষান্তরে বর্তমান সরকার তার অধীনে নির্বাচন দেয়ার সিদ্ধান্তে অনড়। 

এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে আইনমন্ত্রী আনিসুল হক এর নাম ও ছবি ব্যবহার করে সময় টিভির ফেসবুক পোর্টালের আদলে একটি মিথ্যা বক্তব্য ছড়ানো হয়। উক্ত পোস্টের ক্যাপশনে লিখা হয়, “নির্বাচনকালীন সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।” 

উল্লেখ্য, নির্বাচনকালীন সরকার গঠনের বিরুদ্ধে আওয়ামী লীগ। বর্তমান সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন সিদ্ধান্ত আওয়ামী লীগের। এই বিষয়ে এখনও পর্যন্ত সরকার তার পুর্বের সিদ্ধান্তে অটল রয়েছে। নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ বক্তব্য পড়ুন এখানে- বাংলা ট্রিবিউন বিডিনিউজ২৪

এর আগে ২০১১ সালের জুন মাসে বর্তমান সরকারের অধীনে একটি বিল পাশ করা হয় যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সাধন করা হয় সংবিধানের ত্রয়োদশ সংশোধন অনুয়ায়ী। পড়ুন এখানে- বিবিসি বাংলা। 

আমরা অনুসন্ধান করে তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য সমূহ সার্চ করে এমন কোন বক্তব্য পাই নি। নির্বাচনকালীন সরকার নিয়ে আইনমন্ত্রীর করা কিছু বক্তব্য নিয়ে প্রতিবেদন দেখুন এখানে- ডেইলি স্টার বাংলা, প্রথম আলো, চ্যানেল২৪, দৈনিক ইনকিলাব। 

Conclusion

অর্থাৎ নির্বাচনকালীন সরকার নিয়ে প্রচারিত আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যটি মিথ্যা ও বানোয়াট। 

Result: Flase

Our Sources: 

ডেইলি স্টার বাংলা, প্রথম আলো, চ্যানেল২৪, দৈনিক ইনকিলাব

বিবিসি বাংলা
বাংলা ট্রিবিউন বিডিনিউজ২৪

 অনলাইন পোর্টাল, ফেসবুক পেইজইউটিউব চ্যানেলের -সময়টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular