বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024
বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024

HomeUncategorized @bnFact check: নবীজিকে জেলে পাঠানোর কথা বলেছেন মির্জা আব্বাস? ভাইরাল ভিডিওটি সম্পাদিত

Fact check: নবীজিকে জেলে পাঠানোর কথা বলেছেন মির্জা আব্বাস? ভাইরাল ভিডিওটি সম্পাদিত

Claim- নবীকে জেলে দিতে বললেন মির্জা আব্বাস
Fact- মুলত নবিউল্লাহ নবি, স্থানীয় একজন বিএনপি নেতাকে নিয়ে একটি বক্তব্য করেন যা বিকৃত করে প্রচার করা হচ্ছে। 

‘নবীজিকে ধরে জেলে দিতে বললেন মির্জা আব্বাস’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটকটিকটক। ভিডিওটির অডিওতে প্রথমাংশে শুনা যাচ্ছে নারায়ে তাকবীর স্লোগান দিতে। অপরদিকে এর পরের অংশেই দেখা যাচ্ছে মির্জা আব্বাস বলছেন, ‘নবী কী জেলে গেছে নাকি বেটা, ফাজিল কোনখানকার! নবিরে ধইরা জেলে দিয়ায়, কমুনে।’ ভিডিওটি স্ক্রিনশট দেখুন এখানে-

Screenshot of the viral post
courtesy: TikTok/User

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Factcheck/Verification

গুগল কি-ওয়ার্ড সার্চ করে মির্জা আব্বাসের এই সমাবেশের মুল ভিডিও খুজে পাই আমরা। জাগো নিউজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা এক মাস আগে ‘স্লোগানে বিরক্ত হয়ে মেজাজ হারালেন আব্বাস’ শিরোনামে মির্জা আব্বাসের ভাইরাল উক্তি সম্বলিত মুল ভিডিও খুজে পাই। ভিডিওটি এক মাস আগে জাগো নিউজ সহ বেশ কয়েকটি নিউজ চ্যানেলে আপলোড করা হয়। দেখুন এখানে। 

অনুসন্ধান করে দেখা যায় ভিডিওর প্রথমাংশে সংযোজিত অডিও যেখানে ‘নবী প্রেমির একশন, ডাইরেক্ট একশন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’ স্লোগান শোনা যাচ্ছে তাও মুল ভিডিওর কোন অংশ নয়। বরং সম্পাদিত করে সংযোজন করা হয়েছে। মুল ভিডিওতে নবী ভাই নবী ভাই বলে সমর্থকরা স্লোগান দিলে মির্জা আব্বাস মেজাজ হারিয়ে এই কথা বলেন।

প্রতিবেদন থেকে জানা যায়, গত সেপ্টেম্বরে বিএনপির এক দফা এক দাবি আন্দলোনের অংশ হিসেবে যাত্রাবাড়ীতে এক সমাবেশে এই ঘটনা ঘটে। 

প্রতিবেদন দেখুন এখানে- জাগোনিউজ। 

SS of the report that confirms Mirza Abbas’s statement not against Prophet (S)
courtesy:Jagonews/Internet

Conclusion

সুতরাং, মির্জা আব্বাস নবীজিকে জেলে পাঠানোর কথা বলেছে দাবিটি সত্য নয়। 

Result: Altered Video

Our sources:
মুল ভিডিও-‘স্লোগানে বিরক্ত হয়ে মেজাজ হারালেন আব্বাস
জাগোনিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular