বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckViralএকজন ভিক্ষুককে নিয়ে স্বল্পদৈর্ঘ্য সিনেমার গল্প সত্য ঘটনার দাবিতে ভাইরাল

একজন ভিক্ষুককে নিয়ে স্বল্পদৈর্ঘ্য সিনেমার গল্প সত্য ঘটনার দাবিতে ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার গল্প সত্য ঘটনা দাবিতে টিকটক, ফেসবুক, এবং টুইটারে ভাইরাল হয়।

সতর্কতা বার্তাসহ ভিডিওটি দাবি করে যে, একজন সুস্থ ব্যাক্তি পঙ্গু সেজে সাধারন মানুষের সাথে প্রতারণা করছে, যার প্রমাণ একটি সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়। ভিডিওটিতে দেখা যায়, একজন পঙ্গু ভিক্ষুক একটি গেট অতিক্রম করে দেয়ালের আড়ালে তার পোষাক পরিবর্তন করে, ভালো এবং পরিচ্ছন্ন পোষাক পড়েন। এবং তিনি দাঁড়াতে পারেন। ভিক্ষুকের পোষাক একটি ব্যাগে গুছিয় নেন, এবং মুঠোফোনে অপর এক ব্যক্তির সাথে যোগাযোগ করেন। কিছু সময় পর একটি মোটরসাইকেল চালিয়ে এক ব্যক্তি প্রবেশ করেন এবং ‌`ভিক্ষুকবেশী‌` ঐ সুস্থ ব্যাক্তি মোটরসাইকেলের পেছনে উঠে পড়েন । এরপর তারা ঐ জায়গা থেকে চলে যান।

টিকটক ভিডিওতে দাবি করা হয়, “ভিক্ষুক সেজে মানুষকে ধোঁকা দিয়েছে।” ভিডিওর চিত্রের সাথে একটি বর্ণনাও দেয়া হয়, যেখানে লেখা, “সারাদিন ভিক্ষা করে এখানে এসে গোপন কাজ করে সে… একে একে সকল নোংরা কাপড় পরিবর্তন করে ভালো কাপড় পড়েন। শেষে সবকিছু গুছিয়ে কারোর কাছে ফোন করে সে… সর্বশেষে বাইকে উঠে দুজন কোথাও চলে যায়।”

Screengrab from Tiktok

ফেসবুক এবং টুইটারে এই ভিডিওটি সবাইকে সতর্কতামূলক বার্তাসহ, ভিক্ষুককে টাকা দেওয়ার আগে এই ফুটেজটি দেখে নেয়ার পরামর্শ দেয়া হয়।

Screengrab from Facebook

Fact Check/ Verification

দাবির সত্যতা জানতে আমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছি। ভিডিও স্ক্রীনে বাংলা ভাষায় লেখা থেকে তথ্য নিয়ে, `ভিক্ষুক` বাংলা কীওয়ার্ডের সাহায্যে CrowdTangle-এ অনুসন্ধান শুরু করেছি। আমরা ৫ই জুন ২০২২-এ Mr.Insider-এর ফেসবুক পেজে আপলোড করা একটি ভিডিও পেয়েছি ৷ এটি সেই একই ভিডিও যা এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ৷ ভিডিওটির সাথে বাংলায় লেখা, “ভিক্ষুককে টাকা দেওয়ার আগে এই ফুটেজটি দেখতে পারেন। অপাত্রে দান অপচয়ের সমান। সব ভিক্ষুক এমন নয়, তবে বিষয়টি মাথায় রেখে দেখেশুনে দেয়া ভাল।” এছাড়াও ভিডিও‌র ক্যাপশ্যানে উল্লেখ করা হয় যে, “এই ভিডিওর সকল চরিত্র ও দৃশ্য শুধুমাত্র বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।”

অর্থাৎ, এটা স্পষ্ট যে এই ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্ট করা হয়েছে। যদিও, আমরা Mr. Insider নামের এই ফেসবুক পেজের মডারেটরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তার মুঠোফোন সংযোগ দেয়া সম্ভব নয় বলে জানায়।

Read More: মাঙ্কিপক্স: এই ভাইরাস সম্পর্কে আপনার যা জানা দরকার

Conclusion

ভিডিওর এই ব্যাক্তিটি একজন ভিক্ষুকের চরিত্রে অভিনয় করেছেন । তিনি ভিক্ষুক সেজে সাধারন মানুষকে প্রতারিত করেন নাই।

Result: False

Our Sources
A video posted by a facebook page Mr. Insider on 05 June 2022
A video posted by a facebook page নারী on 08 June 2022

A video posted by a Tiktok user rofikulrofikrofik on 06 June 2022
A video posted by a Twitter user @Principalrashtr on 09 June 2022


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular