বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: না, প্রিন্স সালমান কাবা শরীফে সাঈদী’র গায়েবানে জানাজার অনুমোদন দেননি 

Fact Check: না, প্রিন্স সালমান কাবা শরীফে সাঈদী’র গায়েবানে জানাজার অনুমোদন দেননি 

Claim
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা কাবা শরীফে পড়ার অনুমোদন দিলো সৌদি সরকার
Fact 
GCC & CA সামিটে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বক্তব্যের একটি ভিডিও ক্লিপকে ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক এবং ফেসবুকে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়ার অনুমোদন দিয়ে মুহাম্মদ বিন সালমান বক্তব্য দিচ্ছেন দাবিতে একটি তথ্য প্রচার করা হয়েছে। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

সালমান
Screenshot taken from TikTok/mdlitonbd0 profile

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Saudi on Demand নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২০ জুলাই “The GDP of the GCC and C5 countries amounts to 2.3 trillion dollars” শিরোনামে প্রচারিত মূল ভিডিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম Arab News এ ১৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বক্তব্যে খুঁজে পাওয়া যায়। তিনি Gulf Cooperation Council (GCC & CA) সামিটে বিভিন্ন রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং মূল্যবোধকে সম্মান করার গুরুত্ব, তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার এবং জ্বালানি নিরাপত্তা এবং বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ চেইনকে প্রভাবিত করে এমন সবকিছুর মোকাবেলা করার জন্য যৌথ প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার নিয়ে কথা বলেন।

এছাড়াও সাঈদীর মরদেহ পিরোজপুর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে হয়ে যাওয়ার পুর্ণাঙ্গ প্রতিবেদন পড়ুন এখানে। উল্লেখ্য, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী জামায়েত ইসলামী বাংলাদেশের সাবেক নায়েবে আমীর ও দুইবারের সংসদ সদস্য ছিলেন। ২০১৩ সালে যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক ট্রাইব্যুন্যাল আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু পরবর্তীতে আপিল করলে তার আমৃত্যু কারাদণ্ড নিশ্চিত করা হয়। গত রোববার কাশিমপুর কারাগারে আল্লাম সাইদী অসুস্থবোধ করলে তাকে গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। সেখান সন্ধায় তাকে লাইফ সাপোর্টে রাখা হলে সেদিন রাতেই (১৪ আগস্ট) তিনি মৃত্যুবরণ করেন। পরে পিরোজপুরে আল্লামা সাইদীর পারিবারিক কবরস্থানে তার বড় ছেলের পাশেই তাকে দাফন করা হয়। সুতরাং, ১৪ আগস্ট মৃত ব্যক্তির জন্য ১৯ জুলাইয়ের উক্ত সামিটে জানাজার বিষয়টি আসা অযৌক্তিক।

Conclusion

আন্তর্জাতিক একটি সম্মেলনে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের দেওয়া পুরোনো বক্তব্যের অংশকে কাবা শরীফে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়ার অনুমোদন দিয়ে মুহাম্মদ বিন সালমান বক্তব্য দিচ্ছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে

Result: False

Our Sources
Saudi on Demand YouTube Channel
Arab News report published on 19 July 2023
BBC News Bangla report published on 15 August 2023


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular