Claim-ব্যারিস্টার সুমনকে মারায় ডিবির হাতে গ্রেফতার হন সাকিব।
Fact-ডিবি সাকিবকে গ্রেফতার করে নি। গ্রামের বাড়িতে জমি সংক্রান্ত কাজে গেলে সেখানে সাকিবকে গার্ড দিচ্ছিলেন নিরাপত্তাবাহীনির কর্মীরা
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি পোস্টে দাবি করা হয় ক্রিকেটার সাকিব আল হাসানকে ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।
পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে-
নিউজচেকার-বাংলাদেশ, দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে যে, দাবিটি মিথ্যা।
Fact check/ Verification
সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বিভিন্ন জায়গায় সাকিব আল হাসানের একটি সাম্প্রতিক ফুটেজ ব্যবহার করে দাবি করা হয় যে সাকিব আল হাসানকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ।
নিউজচেকার -বাংলাদেশ, গুগল কি-সার্চ এর সাহায্যে যাচাই করে দেখেছে যে, সাকিবের গ্রেফতার হওয়ার দাবিটি সম্পুর্ণ মিথ্যা।
বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব-আল হাসান, নিয়মিতই বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকেন। সম্প্রতি তিনি জমি সংক্রান্ত কাজের জন্য গ্রামের বাড়ি যান। সেখানে তিনি ভূমি অফিসে গেলে নিরাপত্তাবাহিনীর কর্মীরা তার সাথে যান। সেখানে তার সাথে ছিলেন তার সতীর্থ তাসকিন আহমেদও।
মূল ভিডিও দেখুন এখানে- চ্যানেল ২৪।
এর আগে সাকিব ইতিমধ্যেই দুবাইতে এক বিতর্কিত ব্যক্তির জুয়েলারি দোকান উদ্বোধন নিয়ে ও ব্যারিস্টার সুমনকে মারতে উদ্যত হোন এই মর্মে আলচনায় ছিলেন। টিকটকে পোস্টগুলোতে দাবি করা হয় যে ব্যারিস্টার সুমনকে মারতে চাওয়ায় পুলিশ সাকিবকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে।
ব্যরিস্টার সুমনকে মারতে আসেন সাকিব’ এই খবর প্রকাশ্যে আসলে যমুনা টিভি তাদের চ্যানেলে সাকিব-সুমন ইস্যুতে প্রতিবেদন করতে গিয়ে সাকিবের গ্রামের বাড়িতে যাওয়ার ফুটেজ ব্যবহার করেন। ফুটেজে দেখা যায় ডিবি পুলিশ সাকিবকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে।
দেখুন এখানে- যমুনা টিভি।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী সাকিব তার গ্রামের বাড়ি মাগুরায় নিজের একটি জমি বিক্রয়ের কার্য সম্পাদনের জন্য যান। তিনি হেলিকপ্টার যোগে শহরের পুলিশ লাইন মাঠে নামলে সেখান থেকে কড়া নিরাপত্তায় সরাসরি এলাকার সাব-রেজিস্ট্রি অফিসে চলে যান।
প্রতিবেদন দেখুন এখানে- যমুনা টিভি, ইনকিলাব ।
এই ফুটেজকেই পরবর্তীতে সাকিব-সুমন ইস্যুতে যমুনা টিভি তাদের এক প্রতিবেদনে ব্যবহার করে যা সরাসরি টিকটকে পোস্ট করে বলা হয় সাকিব আল হাসানকে গ্রেফতার করল পুলিশ।
Conclusion
ব্যারিস্টার সুমন ইস্যুতে সাকিব আল হাসানকে গ্রেফতার করেনি পুলিশ। প্রচারিত দাবিটি মিথ্যা ও ভিন্ন সময়ের ফুটেজ ব্যবহার করা হয়েছে।
Result: False
Our Sources:
Jamuna Tv- https://www.youtube.com/watch?v=TyHcS2fXZCU
Channel 24-https://www.youtube.com/watch?v=Bw3RSkorImw
Inquilab- https://dailyinqilab.com/bangladesh/news/561810
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।