Claim
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের একটি ছবি যুক্ত করে পতনের পর প্রথমবার সামনে আসলেন সাদ্দাম ও ইনান শিরোনামে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
Fact
ছবিটির সত্যতা যাচাই করার জন্য রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সংবাদমাধ্যম ঢাকা পোস্টের গত ৩১ মার্চ ২০২৪ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে ফিচার ইমেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি পুনঃপ্রবর্তনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার পর ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান প্রকাশ্যেই নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। রোববার দুপুর আড়াইটার দিকে তারা কয়েকশ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বুয়েট শহীদ মিনারে ফুল দেন।’
পরবর্তীতে, একই বিষয়টি নিয়ে সেই সময়ে একাধিক মূলধারার গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং ভিডিও প্রতিবেদন পাওয়া যায়, দেখুন এখানে এবং এখানে।
অর্থাৎ, পুরোনো ঘটনার ছবি ব্যবহার করে সরকার পতনের পর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান জনসমক্ষে এসেছেন—এই দাবিটি বিভ্রান্তিকর।
Result: Missing Context
Our Sources
Dhaka Post
Bdnews24
Jagonews24
Kalbela
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।