বুধবার, মার্চ 12, 2025
বুধবার, মার্চ 12, 2025

HomeFact CheckFact Check: ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন গ্রেফতার হওয়ার দাবিটি বিভ্রান্তিকর

Fact Check: ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন গ্রেফতার হওয়ার দাবিটি বিভ্রান্তিকর

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন অপারেশন ডেভিল হান্ট অভিযানে কুড়িগ্রাম থেকে গ্রেফতার হয়েছে দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। 

সাদ্দাম

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে উক্ত ভিডিও থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে কালের কণ্ঠের ওয়েবসাইটে গত ১৪ ফেব্রুয়ারি “কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন গ্রেপ্তার”শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

Screenshot taken from Kalerkantho

প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি কুড়িগ্রামে পরিচালিত “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাদ্দাম হোসেন জীবন নামের একজনও রয়েছেন, যিনি রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।

একই দিনে কালবেলার ওয়েবসাইটে প্রকাশিত “কুড়িগ্রাম থেকে ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার” শিরোনামের আরেকটি প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, কুড়িগ্রামে গ্রেপ্তার হওয়া ১৭ জনের মধ্যে একজন হলেন মো. সাদ্দাম হোসেন জীবন, যিনি রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য।

Read More: ভালোবাসা দিবস নিয়ে সেনাবাহিনীর মাইকিং দাবিতে এডিটেড ভিডিও প্রচার 

অর্থাৎ, গ্রেফতার হওয়া সাদ্দাম হোসেন জীবন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন নন।

সুতরাং, কুড়িগ্রাম থেকে মো. সাদ্দাম হোসেন জীবন নামের একজন ব্যক্তি গ্রেপ্তার হওয়ার তথ্যকে বাংলাদেশের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন গ্রেপ্তার হয়েছেন বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Result: Missing Context

Our Sources
Kalerkantho
Kalbela


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular