বুধবার, নভেম্বর 20, 2024
বুধবার, নভেম্বর 20, 2024

HomeFact CheckPoliticsনা, পুতিন বাংলাদেশের শহীদদের শ্রদ্ধা জানিয়ে নয়, রাশিয়ার জাতীয় ঐক্য দিবস উদযাপন...

না, পুতিন বাংলাদেশের শহীদদের শ্রদ্ধা জানিয়ে নয়, রাশিয়ার জাতীয় ঐক্য দিবস উদযাপন করছেন

সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিওতে দাবি করা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের শহীদদের শ্রদ্ধা নিবেদন এবং রাশিয়ান সৈনিকদের সাথে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্কের বিষয়ে জানালেন।

টিকটক ভিডিওটিতে দেখা যায়, রাশিয়ার প্রেসিডেন্ট একগুচ্ছ গোলাপ হাতে মস্কোর প্রাণকেন্দ্র রেড স্কয়ারে পুষ্পস্তবক অর্পন করছেন। এরপর, রাশিয়ান সৈনিকদের সাথেও আলাপ করতে দেখা যায় পুতিনকে। ১৩ই এপ্রিল ২০২২ আপলোড করা এই ভিডিওটি প্রায় ২২৪ হাজারবার দেখা হয়েছে এবং পছন্দ করেছে প্রায় ২৭ হাজার টিকটক ব্যবহারকারী।

Screenshot taken from Tiktok

Fact Check/ Verification:

ভিডিওটির কিছু কী-ফ্রেম অনুসন্ধানে, ইউটিউবে রাশিয়ান ভাষায় “Устюжанин на встрече с Владимиром Путиным” শিরোনামে একটি ভিডিওর সন্ধান মেলে। ২০২০ সালের ৬ই নভেম্বর আপলোডকৃত ভিডিওটির শিরোনাম এবং বর্ণনা থেকে জানতে পারি, রাশিয়ার জাতীয় ঐক্য দিবস উদযাপনের আনুষ্ঠানিকতার একটি অংশ টিকটকে আপলোড করা হয়েছে। ভিডিওটির বর্ণনা থেকে আরও জানতে পারি, রাশিয়ার প্রেসিডেন্ট দেশটির জাতীয় ঐক্য দিবস উদযাপনের সময়, মিনিন এবং পোজহারস্কির স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুতিনের সাথে দেশটির যুব সামরিক দেশপ্রেমিক ক্লাব “ভিম্পেল” এর সদস্যরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ইউটিউব ভিডিওতে ইলিয়া কাপুস্টিন নামে ভিম্পেল ক্লাবের এক সদস্য ছাত্রের এই প্রসঙ্গে অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হয়।

কী-ফ্রেম অনুসন্ধানে, Alamy – একটি ব্রিটিশ স্টক ফটোগ্রাফি সংস্থায় Kremlin Pool এর কস্ট্রবিউশনে দুটি ছবি খুঁজে পাই যা, ২০১৫ সালে তোলা হয়েছিল। ছবিগুলো দেখুন এখানে এবং এখানে। রাশিয়ার প্রেসিডেন্টের সকল খবর Kremlin – এ প্রকাশ করা হয়। যদিও অন্য একটি জার্মান সংস্থা imagoimages-এ ২০২০ সালে ৪ নভেম্বর ভিম্পেল ক্লাবের সদস্যদের একটি ছবি প্রকাশ করে যেখানে ইউটিউব ভিডিওতে সাক্ষাৎকার দেয়া ইলিয়া কাপুস্টিনকে লালগোলাপ হাতে অন্য সদস্যদের সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির স্বত্তধিকারী হিসেবে উল্লেখ করা হয় রাশিয়ান প্রেসিডেন্সিয়াল প্রেস অ্যান্ড ইনফরমেশন অফিসের আলোকচিত্রী আলেক্সি নিকোলস্কিকে।

রাশিয়া ২০০৫ সাল থেকে প্রতি বছর ৪ই নভেম্বর রাশিয়ার জাতীয় ঐক্য দিবস পালন করে আসছে।

এছাড়াও,  “On National Unity Day, Vladimir Putin laid flowers at the monument to Minin and Pozharsky” কী-ওয়ার্ড অনুসন্ধানে রাশিয়ান রাষ্ট্রপতির টুইটার ভ্যারিফাইড অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ৪ নভেম্বর ২০২০ সালে কিছু ছবি পোস্ট করে। টুইটে থেকে জানতে পারি, জাতীয় ঐক্য দিবসে, ভ্লাদিমির পুতিন রেড স্কোয়ারে কুজমা মিনিন এবং দিমিত্রি পোজারস্কির স্মৃতিস্তম্ভে ফুল দিয়েছিলেন।

রাশিয়ার জাতীয় ঐক্য দিবসে, ভিম্পেল ক্লাবের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

Read More: পুতিন-জেলন্সকির প্রথম সাক্ষাতের পুরনো এবং অপ্রাসঙ্গিক ভিডিও মিথ্যা দাবিতে ভাইরাল

Conclusion

রাশিয়ার জাতীয় ঐক্য দিবসে, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২০ সালের ৪ নভেম্বর রেড স্কোয়ারে কুজমা মিনিন এবং দিমিত্রি পোজারস্কির স্মৃতিস্তম্ভে ফুল দিয়েছিলেন। বাংলাদেশের শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুতিনের ফুল দেয়ার দাবিটি মিথ্যা এবং বাংলাদেশের সাথে দেশটির সম্পর্ক নিয়ে আলাপের বিষয়টিও অপ্রাসঙ্গিক।

Result: False

Our Sources

Tiktok: www.tiktok.com/@mdlikhontreandding/video/7086082731079191834

imagoimages: https://www.imago-images.com/st/0106001917

twitter: https://twitter.com/KremlinRussia_E/status/1323962437612294144?s=20&t=jFODdOn3j-WsjKqngUitqQ

Youtube: https://www.youtube.com/watch?v=4MN_-WXWOgo


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular