Claim
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা অসুস্থ দাবিতে তার নাম সম্বলিত কিছু ফেসবুক পেজ হতে একটি ছবি প্রচার করা হয়।
এমন দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার সংবাদমাধ্যম কিংবা বিএনপির নির্ভরযোগ্য সূত্র হতেও সাম্প্রতিক সময়ে রুমিন ফারহানার অসুস্থতার বিষয়ে কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, তার নামে ফেসবুক পেজ এবং অসুস্থতা দাবিতে প্রচারিত ছবিটি অনুসন্ধানে দেখা যায় ছবিটি ২০১৯ সাল বা তার আগের। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০১৯ সালের সেপ্টেম্বরে ফেসবুকে দুটি প্রোফাইলে একই ছবিটি খুঁজে পাওয়া যায়, দেখুন এখানে এবং এখানে।
২০১৯ সালের সেপ্টেম্বরে তার অসুস্থতা সংক্রান্ত সংবাদ প্রতিবেদনো খুঁজে পাওয়া যায় দেখুন এখানে এবং এখানে।
Read More: হুতিদের হামলার শিকার জাহাজ দাবিতে প্রচারিত ছবিটি পুরোনো
তবে রুমিন ফারহানার এই অসুস্থতার ছবি প্রথম কখন ধারণ করা হয়েছে তা নিশ্চিত না হওয়া গেলেও এটা নিশ্চিত যে এগুলো সাম্প্রতিক সময়ের কোনো ছবি নয়।
তাছাড়া ফেসবুকে রুমিন ফারহানার অফিশিয়াল কোনো পেজ খুঁজে পাওয়া না গেলেও তার ব্যক্তিগত ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে যেখানে তিনি কার্যক্রম প্রচার করেন।
Result: False
Our Sources
Rumeen Farhana Official Facebook Account
Barta Bazar
Bangla insider
Monir Riyadh BNP Facebook Post
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।