বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: রানী দ্বিতীয় এলিজাবেথ কি ক্রিস্টিয়ানো রোনালদোর অটোগ্রাফ চেয়েছিলেন?

Fact Check: রানী দ্বিতীয় এলিজাবেথ কি ক্রিস্টিয়ানো রোনালদোর অটোগ্রাফ চেয়েছিলেন?

Claim
রোনালদোই প্রথম মানুষ যার অটোগ্রাফ চেয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ
Fact 
কোনোপ্রকার গ্রহণযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে রোনালদোই প্রথম মানুষ যার অটোগ্রাফ চেয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ দাবিতে কিছু পোস্ট প্রচার করা হয়। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

রানী দ্বিতীয়
Screenshot taken from TikTok/urbanemon7 profile

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

রোনালদোই প্রথম মানুষ যার অটোগ্রাফ চেয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ এই দাবিটির সত্যতা নিশ্চিত করতে গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে এমন কোন তথ্য বৃটিশ এবং আন্তর্জাতিক কোন গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। 

তাছাড়া অনুসন্ধানে দেখা যায় উক্ত দাবির এই পোস্টটি ২০২১ সাল হতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার হয়ে আসছে। সেসময়ে অন্য ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার দাবিটি যাচাই করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

তাদের অনুসন্ধানে দেখা যায়, ২০২১ সালের ০১ সেপ্টেম্বরে ‘Sport Innovation Society’ নামের একটি ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে “Queen Elizabeth has ordered 80 Cristiano Ronaldo jerseys for the Royal Court and has personally requested to reserve the first jersey signed by him…” ক্যাপশনে টুইটটি প্রকাশ করা হয় এবং উক্ত টুইটকে সূত্র উল্লেখ করে তখন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।

Screenshot taken from Archive

পরবর্তীতে, পূর্বের টুইট প্রকাশের কিছু সময় পর ‘Sport Innovation Society’ টুইটটি তাদের অ্যাকাউন্ট থেকে সড়িয়ে ফেলে এবং তাদের পূর্বের তথ্যটি নিশ্চিত নয় জানিয়ে ক্ষমা চেয়ে আরেকটি টুইট প্রকাশ করে। 

Conclusion

কোনোপ্রকার গ্রহণযোগ্য তথ্যসূত্র ছাড়াই রোনালদোই প্রথম মানুষ যার অটোগ্রাফ চেয়েছেন রানী উক্ত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে

Result: False

Our Sources
Sport Innovation Society Tweet Archive
The United Stand Tweet published on 1 September 2021
Sport Innovation Society Tweet Archive


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular