Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক এবং ইন্সটাগ্রামে পর্তুগীজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি সম্বলিত একটি তথ্য প্রচার করে দাবি করা হয় অযোধ্যায় মসজিদ নির্মাণে রোনালদো ৪৫ কোটি টাকা অনুদান দিচ্ছেন।
এমন দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
বিষয়টির সত্যতা যাচাই করতে একাধিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে রোনালদোর ৪৫ কোটি টাকার অনুদান সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, ক্রিস্টিয়ানো রোনালদোর ভেরিফাইড ফেসবুক পেজ, এক্স অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, অযোধ্যায় মসজিদ সংক্রান্ত তথ্য অনুসন্ধান করতে গিয়ে ভারতীয় গণমাধ্যম ‘Hindustan Times’ এ গত ২২ জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের অযোধ্যায় মুহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ নামে মসজিদটি নির্মাণে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। তবে এখানে অনুদান সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ ছিলোনা।
Read More: পণ্যবাহী জাহাজের ধাক্কায় ভেঙ্গে যাওয়া সেতুটি চীনের, পদ্মাসেতু নয়
অর্থাৎ, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর অযোধ্যায় মসজিদের ৪৫ কোটি টাকা দেওয়ার দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
Our Sources
Cristiano Ronaldo’s Facebook, X, and Instagram
Hindustan Times
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।