শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact CheckFact check: খালেদা জিয়ার প্রসঙ্গে চিত্রনায়ক রিয়াজের ভাইরাল বক্তব্যটি সম্পাদিত  বিকৃত 

Fact check: খালেদা জিয়ার প্রসঙ্গে চিত্রনায়ক রিয়াজের ভাইরাল বক্তব্যটি সম্পাদিত  বিকৃত 

Claim- খালেদা জিয়ার পক্ষে রিয়াজ বক্তব্য দিচ্ছেন । 
Fact- রিয়াজের শিল্পী সমিতির নির্বাচনে দেয়া মুল বক্তব্যকে পরিবর্তন করে প্রচার করা হচ্ছে। 

‘খালেদা জিয়ার পক্ষে চিত্রনায়ক রিয়াজ ভাষণ দিচ্ছে,’; দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি পোস্ট প্রচারিত হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে চিত্রনায়ক রিয়াজ তার বক্তব্যে বলছেন, ‘কে কোথায় প্রার্থী এর কোন হিসাব নাই। আমরা প্রার্থী বিবেচনা করি না। এবং আমি মনে করি আজকের এই নির্বাচনে একমাত্র প্রার্থী হচ্ছেন বেগম খালেদা জিয়া।’ পোস্ট এর একটি স্ক্রিনশট দেখুন এখানে-

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact check/Verification

গুগল রিভার্স ইমেজ সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে ইউটিউবে চিত্রনায়ক রিয়াজের প্রকৃত বক্তব্যের একটি ভিডিও পাওয়া যায়। দেখুন এখানে- দেশ বাংলা। ইউটিউবে ‘মৃত্যুর হুমকি মাথায় নিয়ে মাঠে নামলেন নায়ক রিয়াজ’ শিরোনামে পাওয়া ভিডিতে রিয়াজের মুল বক্তব্য থেকে বিষয়টি স্পষ্ট হয়ে উঠে যে ভিডিওটি ২০২২-২৪ সালের কাঞ্চন-নিপুন প্যানেলের শিল্পী সমিতির নির্বাচনে হওয়া এক অনুষ্ঠানে দেয়া এক বক্তব্যের অংশ। 

মৃত্যর হুমকি মাথায় নিয়ে মাঠে নামলেন নায়ক রিয়াজ । কাঞ্চন নিপুণ প্যানেল পরিচিতি অনুষ্ঠান । 

মুল ভিডিওর ৩ঃ৪২ সেকেন্ড থেকে রিয়াজের কথা বলার ভঙ্গিমার সাথে ভাইরাল ভিডিওর অংশটুকু সাদৃশ্য রয়েছে। মুল বক্তব্যের এই অংশে রিয়াজের কথা গুলো ছিলো, ‘আমি কাউকে ভয় করি না, আমার প্যানেল কাউকে ভয় করে না। কারণ আপনাদের মত মানুষ আলমগীর ভাইয়ের মত মানুষ, কাজী হায়াত আংকেলের মতো মানুষদের মাথার…আমাদের মাথার উপর তাদের হাত আছে আমরা কাউকে ভয় পাই না।’

এছাড়াও ভাইরাল ভিডিওতে থাকা দেশ বাংলা চ্যানেলের লগোটি উক্ত নামের ইউটিউব চ্যানেল থেকে পাওয়া গেছে। ভিডিওটি ১ বছর আগে আপলোড করা হয়েছিলো “দেশ বাংলা” নামক ইউটিউব চ্যানেলে। 

অর্থাৎ, নায়ক রিয়াজের শিল্পী-সমিতির নির্বাচনের বক্তব্যের ভিডিওতে মুল অডিও পরিবর্তন করে বিএনপি এর সমাবেশের ভিন্ন অডিও সংযোগ করে দেয়া হয়েছে।

Conclusion

সুতরাং, চিত্রনায়ক রিয়াজের মুল বক্তব্যের সাথে ভাইরাল বক্তব্যের কোন সম্পর্ক নেই। এবং ভিন্ন অডিও সংযোগ করে ভাইরাল ভিডিওটি প্রচার করা হচ্ছে। 

Result: False

Our Sources:
ইউটিউব-দেশ বাংলা অফিসিয়াল চ্যানেল 


If you would like us to fact-check a claim, give feedback or lodge a complaint, WhatsApp us at 9999499044 or email us at [email protected]. You can also visit the Contact Us page and fill out the form.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular