শুক্রবার, নভেম্বর 15, 2024
শুক্রবার, নভেম্বর 15, 2024

HomeFact CheckFact check: রংপুর রাইডার্সের হয়ে খেলছেন না ম্যাক্সওয়েল

Fact check: রংপুর রাইডার্সের হয়ে খেলছেন না ম্যাক্সওয়েল

Claim- রংপুর রাইডার্স-এর হয়ে বিপিএল মাতাবেন গ্লেন ম্যাক্সওয়েল
Fact- বিপিএল এ ম্যাক্সওয়েলের খেলার বিষয়টি গুজব 

রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতাতে আসছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি পোস্ট ভাইরাল হয়। পোস্টগুলোতে বলা হয় চলমান বিপিএল আসরের শেষের দিকের কিছু ম্যাচ তথা প্লে-অফ খেলতে বাংলাদেশে আসছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েল। তিনি রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে অংশগ্রহণ করবেন। আরও উল্লেখ করা হয় রংপুর রাইডার্স প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে তাকে দলে ভিড়িয়েছেন। পোস্টগুলো দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটক, টিকটকটিকটক। পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন নিচে-

screenshot of the viral post claims Maxwell’s participation in BPL-2024
courtesy: TikTok/User
screenshot of the viral post claims Maxwell’s participation in BPL-2024
courtesy: TikTok/User
screenshot of the viral post claims Maxwell’s participation in BPL-2024
courtesy: TikTok/User

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

গুগল কি-ওয়ার্ড সার্চ করে গ্লেন ম্যাক্সওয়েল এর রংপুর রাইডার্স এর হয়ে বিপিএল খেলার কোন তথ্য পাওয়া যায় নি। তবে রংপুর রাইডার্স এর পক্ষ থেকে এমন খবরকে ভুয়া বলে একটি বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। পোস্টটি দেখুন এখানে

রংপুর রাইডার্স এর অফিসিয়াল ফেসবুক পেইজ ঘেটে গত ৮ই ফেব্রুয়ারির একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে বলা হয়, ‘গ্লেন ম্যাক্সওয়েলকে বিপিএল খেলার জন্য কোন প্রস্তাবই দেয়নি রংপুর রাইডার্স, ম্যাক্সওয়েলও আগ্রহ দেখাননি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ভুল খবর পরিবেশিত হচ্ছে। নতুন কোন ক্রিকেটার দলে যুক্ত হলে, রংপুর রাইডার্সের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে তা জানিয়ে দেয়া হয়। অসত্য, ভুল, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন থেকে সবাই বিরত থাকি।’ 

রংপুর রাইডার্স এর অফিসিয়াল ফেসবুক পেইজে নিশ্চিত করা হয় বিষয়টি গুজব
কার্টেসিঃ ফেসবুক/রংপুর রাইডার্স

এছাড়াও গ্লেন ম্যাক্সওয়েল এর অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিও গতকাল ২৮ই ফেব্রুয়ারি আপলোড করা হয়। যেখানে তাকে আইপিএল এর জন্য প্রস্তুতি নিতে দেখা যায়। অপরদিকে গতকালই  বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার-এ বরিশাল এর কাছে হেরে বিদায় নেয় রংপুর রাইডার্স। রংপুরের স্কোয়াডে ছিলেন না গ্লেন ম্যাক্সওয়েল। 

অতএব গ্লেন ম্যাক্সওয়েল এর রংপুর রাইডার্স এর হয়ে খেলার বিষয়টি নিতান্তই একটি গুজব। 

Conclusion

অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েলের রংপুর রাইডার্স এর হয়ে খেলার বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছে রঙপুর রাইডার্স। 

Result:False

Our Sources: 
অফিসিয়াল বিবৃতি- রংপুর রাইডার্স


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular