শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact CheckFact check: পুজা মন্ডপে ভাইরাল মোনাজাতের ছবিটি সম্পাদিত

Fact check: পুজা মন্ডপে ভাইরাল মোনাজাতের ছবিটি সম্পাদিত

Calim- পুজা মন্ডপ জামায়াত ইসলামির দখলে/ পুজার মন্ডপে মোনাজাত করা হচ্ছে। 
Fact- ভাইরাল ছবিটি প্রকৃত ছবি নয়, বরং সম্পাদিত ও বিকৃত। 

পুজা মন্ডপে জামায়েত ইসলামিরা/জিহাদিরা দখলে নিয়েছে দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ছবি ছড়িয়ে পড়ে৷ ছবিতে দেখা যায় একটি পুজা মন্ডপের সামনে দাঁড়িয়ে চারজন ব্যক্তি মোনাজাত করছে। ছবিগুলো দেখুনে এখানে, এখানেএখানে।

ss of the viral post taken from tiktok/user

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact check/Verification 

পুজা মন্ডপে মোনাজাত ধরার ছবিটির সত্যতা যাচাই করতে আমরা রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। রিভার্স ইমেজ সার্চ এ দেখা যায় মোনাজাত ধরার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত বছর ভিন্ন একটি পোস্ট থেকে নেয়া। মোনাজাতের ছবি সম্বলিত প্রকৃত পোস্টগুলো দেখুন-এখানে, এখানে, এখানে এখানে।  

উপরিউক্ত পোস্টগুলোতে একই ব্যক্তি, একই ঢঙে মোনাজাত করছেন তবে ছবির ব্যাকগ্রাউন্ড ভিন্ন। প্রকৃত পোস্টগুলো থেকে জানা যায় ছবিগুলো গত বছর তথা ২০২৩ সালের যেখানে সর্ব প্রথম পোস্টটি দেখা যায় ২০২৩ সালের ৫ই ফেব্রুয়ারি। ছবির ক্যাপশনে লিখা আছে, ‘মোনাজাত টা অবশ্যই অনেক অনেক হৃদয়কাড়া ছিলো!চরমোনাই মরহুম কুতুবদ্বয়ের মাকবারাহ্….’। অর্থাৎ মোনাজাত ধরার জায়গাটি চরমোনাই এর মরহুম পীরদ্বয়ের মাকবারাহ। 

উল্লেখ্য, ২০২৪ সালের শারদীয় দুর্গোতসব চলাকালীন এই পোস্ট এ ব্যবহৃত ছবিটি নিয়ে সম্পাদিত করে একটি পুজা মন্ডপের ছবির সামনে বসিয়ে দেয়া হয় যা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দ্রুত ছড়িয়ে পরে। 

Conclusion

অতএব, গত বছর ভিন্ন একটি পোস্ট থেকে একটি ছবি নিয়ে পুজার মন্ডপের সামনে বসিয়ে সম্পাদিত করে প্রচার করে। সুতরাং, পুজা মন্ডপে মোনাজাত ধরার দাবিতে ভাইরাল ছবিটি সম্পাদিত/এডিটেড। 

Result: Altered Photo

Our Sources: 
প্রকৃত ছবির সোশ্যাল মিডিয়া পোস্ট-এখানে, এখানে, এখানে এখানে।   


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular