বৃহস্পতিবার, মার্চ 28, 2024
বৃহস্পতিবার, মার্চ 28, 2024

HomeFact Checkছবিগুলো হযরত মোহাম্মদ (সাঃ) এর যুদ্ধের পোশাকের নয়, পোশাকগুলো অটোমান সম্রাজ্যর

ছবিগুলো হযরত মোহাম্মদ (সাঃ) এর যুদ্ধের পোশাকের নয়, পোশাকগুলো অটোমান সম্রাজ্যর

সম্প্রতি সামাজিক বিনোদনমূলক ভিডিও-শেয়ারিং মাধ্যম টিকটকে হযরত মোহাম্মদ (সাঃ) এর যুদ্ধের পোশাক দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে

ভাইরাল ভিডিওটিতে প্রায় ৩ লাখ ২৭ হাজার লাইক এবং ৬ হাজার ৮৭২টি কমেন্ট করা করা হয়েছে।

নিউজচেকার যাচাই করে দেখেছে ভাইরাল ভিডিওতে হযরত মোহাম্মদ (সাঃ) এর যুদ্ধের পোশাক দাবিতে থাকা পোশাকগুলো অটোমান সম্রাজ্যর।

Fact Check/ Verification

ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে স্টক ভিডিও ফুটেজ ওয়েবসাইট ‘POND5’ এ “Description: Expensive Ammunition of Turkish Warrior” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot POND5

পরবর্তীতে বিস্তর অনুসন্ধানের মাধ্যমে তুরষ্কের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম ANADOLU AJANSI তে ২০১৬ সালের ৩০ অক্টোবরে “He’s making the war armors he’s seen in the TV series” (অনুবাদিত) শিরোনামে পোশাকটি নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

হযরত
Screenshot ANADOLU AJANSI

পাশাপাশি ইউটিউবে তোপকাপি মিউজিয়ামে ঘুরতে আসা দর্শনার্থীদের প্রকাশিত ভিডিওতে পোশাকটি দেখা যায়।

মূলত, তুরষ্কের বাসিন্দা সামি এরসিন টিভি সিরিজের মাধ্যমে উদ্ভত হয়ে অটোমান সম্রাজের সুলতান Mustafa 3 এর যুদ্ধের পোশাকের রেপ্লিকা ভার্সন তৈরি করেন। পোশাকটি বর্তমানে ইস্তাম্বুলে অবস্থিত তোপকাপি মিউজিয়ামে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে।

Read More: এটি মতিঝিলে গণহত্যার কোনো ছবি নয়

Conclusion

তুরষ্কের সুলতান Mustafa 3  এর যুদ্ধের পোশাকের রেপ্লিকাকে বর্তমানে হযরত মুহাম্মদ (সাঃ) এর যুদ্ধের পোশাক দাবিতে টিকটকে প্রচার করা হচ্ছে।

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular