সোমবার, ডিসেম্বর 30, 2024
সোমবার, ডিসেম্বর 30, 2024

HomeFact CheckFact Check: কাঁচা মরিচের দাম নিয়ে এই মন্তব্যটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেননি

Fact Check: কাঁচা মরিচের দাম নিয়ে এই মন্তব্যটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেননি

Claim
যত সময় বসে কাঁচা মরিচের দামের স্ট্যাটাস দেন, তত সময় ছাদের টবে একটা মরিচ গাছ লাগালে দৈনন্দিনের চাহিদা মিটে যেতো। গাছ না লাগালে তো ৭০০ টাকা কেজি হবেই – প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Fact 
দাবিটি মিথ্যা। মূলত অনলাইন সংবাদমাধ্যম রাইজিং বিডির ওয়েবসাইটের আদলে গণমাধ্যমটির লোগোযুক্ত ছবি ব্যবহার করে এবং কিছু পোস্টে রাইজিং বিডির লোগো ছাড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে উক্ত মন্তব্যটি ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনলাইন পোর্টাল রাইজিং বিডির ওয়েবসাইটের আদলে তৈরি একটি ছবিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে “যত সময় বসে কাঁচা মরিচের দামের স্ট্যাটাস দেন, তত সময় ছাদের টবে একটা মরিচ গাছ লাগালে দৈনন্দিনের চাহিদা মিটে যেতো। গাছ না লাগালে তো ৭০০ টাকা কেজি হবেই।” একটি বক্তব্য প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

শেখ হাসিনা
Screenshot taken from Israt Ahmed Facebook Post

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

প্রসঙ্গত, দেশের বাজারে অস্বাভাবিকভাবে বেড়ে যায় কাঁচা মরিচের দাম। তবে পরবর্তীতে ভারত থেকে আমদানি করার কারণে কাঁচা মরিচের দাম কমে আসে। তবে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকার বাজারে আবার প্রতিকেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে একাধিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন কোনো বক্তব্য রাইজিং বিডি সহ দেশীয় অন্য কোনো সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে, রাইজিং বিডির অফিশিয়াল ফেসবুক পেজে গত ৩ জুলাই এ প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে রাইজিং বিডি জানায় রাইজিংবিডির নামে ছড়ানো এই ছবিটি নকল। ছবিটি আমাদের তৈরি নয়। এমনকি ছবিতে ব্যবহৃত বক্তব্যের সঙ্গেও রাইজিং বিডির কোনো সম্পর্ক নেই। 

তাছাড়া কাঁচা মরিচ সংক্রান্ত প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে কিওয়ার্ড সার্চের মাধ্যমে গত ৩ জুলাই এবং ২১ জুন এ  দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক আজকের পত্রিকা, বাংলা ট্রিবিউন সহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তবে প্রতিবেদন গুলোতে উক্ত প্রচারিত এধরণের মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। 

Conclusion

দেশে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কাঁচামরিচের দাম নিয়ে স্ট্যাটাস দেওয়ার বিষয়ে সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি মন্তব্য অনলাইন সংবাদমাধ্যম রাইজিং বিডির লোগো ব্যবহার করে এবং অনেক পোস্টে রাইজিং বিডির লোগো ব্যতীতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা সম্পুর্ণ মিথ্যা। 

Result: False

Our Sources
RisingBD Facebook Post
Channel i Online Report
The Business Standard Report
Ajker Patrika Report
Bangla Tribune Report


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular