Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
Claim- ‘জোর করে বাইডেনের সাথে সেলফি তুলেছেন শেখ হাসিনা’ শিরোনাম আনন্দবাজারের
Fact- আনন্দবাজারের অনলাইন ভার্সনের একটি পেইজকে বিকৃত করে ভাইরাল করা হয় এই শিরোনাম
‘জোর করে বাইডেনের সাথে ছবি তুলেছেন হাসিনা’ আনন্দবাজার পত্রিকার শিরোনাম, দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে। সম্প্রতি ভারতে জি-২০ সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা যোগ দেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জো বাইডেনকে একসাথে সেলফি নেয়ার একটি ছবি প্রকাশ পায় বিভিন্ন সংবাদ মাধ্যমে। এই সেলফিকে কেন্দ্র করেই উক্ত দাবি করা হচ্ছে। ভাইরাল হওয়া পোস্টগুলো দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটক, ফেসবুক, ফেসবুক, ফেসবুক, ফেইসবুক, ফেসবুক, ইউটিউব।
পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে-
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
গুগল রিভার্স ইমেজ সার্চ দিয়ে ভাইরাল ইমেজের সাথে সাদৃশ্য থাকা আনন্দবাজারের একটি অনলাইন ভার্সন পাওয়া যায়। দেখুন এখানে- আনন্দবাজার অনলাইন। লক্ষ্য করলে দেখা যায় আনন্দবাজারের ভাইরাল হওয়া পাতাটি ও আনন্দবাজার পত্রিকার ৯ই সেপ্টেম্বরে প্রকাশিত অনলাইন পাতাটি পাশাপাশি রেখে তুলনা করলে দেখা যায় যে উভয় পাতার অন্যান্য সংবাদের শিরোনাম ও লে-আউট এর মধ্যে সাদৃশ্য থাকলেও বাইডেন-হাসিনার সেলফির ছবির জায়াগায় রয়েছে অন্য ‘মোদি-বাইডেন’ এর হাস্যজ্জ্বোল ছবি যার নিচে শিরোনাম ছিলো এই, ‘চীনের সম্পর্ক আর্থিক হলেও, রক্তের বন্ধু ভারত, বার্তা হাসিনার।’
মুলত আনন্দবাজারের সেপ্টেম্বর ৯ তারিখের প্রকাশিত অনলাইন সংখ্যার মুল পাতাটির একটি সংবাদকে বিকৃত করে প্রচার করা হচ্ছে ভাইরাল ভিডিও/ছবিগুলোতে। এছাড়াও আমরা যদি দুটি কপির পাশাপাশি তুলনামুলক বিশ্লেষণ করি, তাহলে দেখতে পারবো যে মুল কপির ‘বিবৃতিতে বহুতত্ত্ববিদ’ ‘ধূপগুড়িতে জয় ইন্ডিয়া’রঃ মমতা’ ও ‘যাদবপুরে ছাত্রমৃত্যুতে পকসো ধারা’ প্রতিটি সংবাদ শিরোনাম হুবহু মিলে যায়।
উল্লেখ্য সম্প্রতি নয়া দিল্লীতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে ২০ দেশের নেতা-প্রধানরা ভারতে যোগ দেন। সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কণ্যা সায়মা ওয়াজেদ ও প্রেসিডেন্ট জো-বাইডেনকে কুশল বিনিময় করতে দেখা যায়। আওয়ামী লীগের অফিসিয়াল টুইটার পেইজে ৯ই সেপ্টেম্বর আপলোড দেয়া একটি পোস্টে সেলফি তোলার ভাইরাল ছবিটি সহ কয়েকটি ছবি আপলোড দেয়া হয়। একই সাথে বিভিন্ন গণমাধ্যমেও সেলফি তোলার ছবিটি প্রকাশিত হতে থাকে। দেখুন এখানে, এখানে ও এখানে।
একই দাবিতে আনন্দবাজার পত্রিকার পাশাপাশি এক ফেসবুক পোস্টে দৈনিক জনকণ্ঠ ও যুগান্তরের নামেও একই বিকৃত ছবি ভাইরাল করা হয়। তবে যুগান্তর ও দৈনিক জনকণ্ঠের নামগুলোও যে এডিটেড একটু লক্ষ্য করলেই স্পষ্ট হয়ে ওঠে। কারণ ভাইরাল ছবির শিরোনামের পাশে আনন্দবাজার পত্রিকার ৯ই সেপ্টেম্বরের অনলাইন সংখ্যার একটি শিরোনাম ‘বিবৃতিতে বহুতত্ত্ববাদও’ শিরোনামটি পাওয়া যায়। অর্থাৎ আনন্দবাজারের নামে ভাইরাল হওয়া একই ছবির উপরে কেবল যুগান্তর ও দৈনিক জনকণ্ঠের নাম সম্পাদিত করে বসানো হয়েছে।
সুতরাং আনন্দবাজার পত্রিকা, দৈনিক জনকণ্ঠ ও যুগান্তরে জোর করে বাইডেনের সাথে হাসিনার সেলফি তোলার ছবিটি বিকৃত ও ভুয়া।
Our Sources:
আনন্দবাজার অনলাইন , টুইটার(বাংলাদেশ আওয়ামী লীগ)গণমাধ্যম-এখানে, এখানে ও এখানে
Rifat Mahmdul
February 10, 2025
Rifat Mahmdul
September 25, 2023
Rifat Mahmdul
September 19, 2023