রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: পুলিশের গাড়িতে আগুন দেয়ার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় 

Fact Check: পুলিশের গাড়িতে আগুন দেয়ার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় 

Claim
আজকের ভিডিও পুলিশের গাড়িতে আগুন 
Fact

ভিডিওটি ২০১৮ সালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ সময়ে পুলিশের গাড়িতে আগুন দেয়ার। 

গত ২৮ অক্টোবর সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ মহাসমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। এ সংঘর্ষকে কেন্দ্র করে পুলিশের হিসাবে নয়াপল্টন ও আশপাশ এলাকায় অ্যাম্বুলেন্স,পুলিশের গাড়ি, বাসসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে বলে সংবাদমাধ্যমে এসেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পুলিশের গাড়িতে আগুন দেয়ার দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে এবং এখানে। 

পুলিশের
Screenshot taken from TikTok/@ahmedkawcar0

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি বিভ্রান্তিকর।

Fact-Check/Verification

সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইউটিউবে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ১৪ নভেম্বরে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

ভিডিওর বিবরণী হতে জানা যায়, দুপুর ১টার দিকে একটি মিছিল বিএনপি কার্যালয়ে আসার সময় পুলিশ বাধা দিলে বাক-বিতন্ডায় জড়ায় নেতাকর্মীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ করে এবং পরে টিয়ারশেল ছুঁড়ে পুলিশ। এক পর্যায়ে শুরু হয়ে যায় ধাওয়া-পাল্টা ধাওয়া আর সংঘর্ষ। বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়ে। ঘটনার একপর্যায়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।

Read More: জামায়াত-শিবিরের শাপলা চত্বর দখলে নেয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো

Image by newschecker

পাশাপাশি ঘটনাটি নিয়ে সেসময়ে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, দেখুন এখানে এবং এখানে। 

Screenshot taken from Jugantor website

Conclusion

পুলিশের গাড়িতে আগুন দেয়ার ৪ বছর পুরোনো একটি ভিডিওকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে। 

Result: Misleading

Our Sources 
Video published on Jamuna TV YouTube Channel on 14 November 2018
A report published on The Daily Jugantor on 14 November 2018
A report published on Bangla News 24 on 14 November 2018
A report published on Protidiner Bangladesh on 29 October 2023


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular