বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact check: মন্ত্রীদের পদত্যাগ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার খবরটি সাম্প্রতিক নয়

Fact check: মন্ত্রীদের পদত্যাগ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার খবরটি সাম্প্রতিক নয়

Claim-মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
Fact- পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যটি ২০১৮ সালের । 

‘মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটক। ভিডিওটিতে ইন্ডিপেন্ডেন্ট টিভির একটি প্রতিবেদন ব্যবহার করা হয়েছে যেখানে প্রতিবেদককে মন্ত্রীদের পদত্যাগের বিষয়টি নিয়ে কথা বলতে শোনা যায়। স্ক্রিনশট দেখুন এখানে-

screenshit of the viral video
courtesy: TikTok/User
screenshit of the viral video
courtesy: TikTok/User

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এমন কোন মন্তব্য করেননি। এছাড়াও মুল ধারার কোন গণ মাধ্যমে এমন কোন সংবাদ প্রচারিত হয় নি। রিভার্স ইমেজ সার্চ করে ভাইরাল ভিডিওতে থাকা সংশ্লিষ্ট প্রতিবেদনটি ইন্ডিপেন্ডেন্ট টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুজে পাওয়া যায়। ইউটিউব চ্যানেলে থাকা ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওটি ২০১৮ সালের ৬ই নভেম্বর ‘টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’ শিরোনামে আপলোড করা হয়। প্রতিবেদককে টেকনোক্র্যাট কোটায় যারা মন্ত্রী হয়েছিলেন, তাদেরকে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দেন বলে বর্ণ্না করতে শোনা যায়।

screenshot of the original source of the viral video that shows the date 2018,november 6
courtesy: Youtube/Independent TV

ভাইরাল ভিডিওর সাথে ইন্ডিপেন্ডেন্ট টিভির মুল প্রতিবেদনের সাথে তুলনা করতে গিয়ে দেখা যায়, মুল ভিডিওর ০০ঃ৪২ মিনিট থেকে ১ঃ০১ মিনিট পর্যন্ত অংশ কেটে দিয়ে ভাইরাল ভিডিওতে ব্যবহার করা হয়। ০০ঃ৪২-১ঃ০১ মিনিট অংশে প্রতিবেদক টেকনোক্র্যাট মন্ত্রীদের সম্পর্কে বর্ণনা করেন। ২০১৮ সালের নির্বাচনের পুর্বে এই মন্ত্রীদেরকে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেষ দিয়েছিলেন। গুগল কি-ওয়ার্ড সার্চ করে আমরা এই সংশ্লিষ্ট ২০১৮ সালে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদন খুজে পাই। প্রথম আলো, সময় নিউজ। 

প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী ততকালীন চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন, মুলত মন্ত্রী পরিষদের নির্বাচিত মন্ত্রীদের ১/১০ মন্ত্রীকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে সরকার সরাসরি নিয়োগ দিতে পারেন। চারজন টেকনোক্র্যাট মন্ত্রীদের মধ্যে যারা ছিলেন তারা হলেন- ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী), মোস্তফা জব্বার (ডাক ও টেলি যোগাযোগ) , অধ্যক্ষ মতিউর রহমান  (ধর্ম বিষয়ক মন্ত্রী), নুরুল ইসলাম বিএসসি (প্রবাসী কল্যাণ মন্ত্রী)।  

Conclusion:

সুতরাং, মন্ত্রীদের পদত্যাগ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ দাবিতে প্রচারিত ভিডিওটি ২০১৮ সালের নভেম্বর মাসের। 

Result: False

Our Sources: 
প্রথম আলো, সময় নিউজ, Independent TV


 সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular