শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact CheckFact Check: হরতাল চলাকালীন সময়ে পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার দাবিতে প্রচারিত...

Fact Check: হরতাল চলাকালীন সময়ে পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য নয়

Claim
আজকের হরতাল চলাকালে পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন দিলো জনতা 
Fact
ভিডিওটি ২০২২ সালের ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের এসি বগিতে আগুন লাগার ঘটনার

গত ২৮ অক্টোবর সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ মহাসমাবেশের পরের দিন ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ট্রেনে আগুন লাগার একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়  হরতাল চলাকালে পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন দিলো জনতা। প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে। 

হরতাল
Screenshot taken from TikTok/@_final_destiny

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইউটিউবে সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১১ জুনে “মৌলভীবাজার শমসেরনগরে চলন্ত আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে ভয়াবহ আগুন” শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। 

পরবর্তীতে, এর সূত্র ধরে ভয়েজ অব আমেরিকায় একইদিনে প্রকাশিত বিস্তারিত তথ্য সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। 

Screenshot taken from Voice of America Website

প্রতিবেদন হতে জানা যায়, ২০২২ সালে ১১ জুন ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের এসি বগিতে দুপুর পৌনে একটার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরের বিমানঘাঁটির পাশে পৌঁছালে, ট্রেনটির এসি বগিতে আগুন লেগে যায়। এতে ট্রেনের দায়িত্বরতরা ধারণা করছেন, ট্রেনটির এসির কোন ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

Read More: পুলিশের গাড়িতে আগুন দেয়ার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়

Conclusion

২০২২ সালে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের এসি বগিতে আগুন লাগার ঘটনার একটি ভিডিওকে সম্প্রতি হরতাল চলাকালে পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন দিলো জনতা দাবিতে টিকটকে প্রচার করা হয়েছে। 

Result: False

Our Sources 
Video published on UNB YouTube Channel on 11 June 2022
A report published on Voice of America on 11 June 2022


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular